রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জলপাইগুড়ি জেলার মেটেলী হাই স্কুলে (উচ্চ মাধ্যমিক) একটি নতুন আশ্রম হোস্টেল নির্মাণ করা হয়েছে । এই হোস্টেলে নতুন Group D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরির জন্য নির্বাচিত হতে পারবেন। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- ওয়ার্ডেন,নাইট গার্ড ও সুইপার
শুন্যপদ- ৩টি
বয়স সীমা-
০১/০১/২০২৪
তারিখ অনুযায়ী সাধারন প্রাথীর বয়স ওয়ার্ডেন পোষ্টে ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। নাইট গার্ড ও সুইপার পোস্টের ক্ষেত্রে নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে।
💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে
শিক্ষাগত যোগ্যতা-
ওয়ার্ডেন (Warden): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
নাইট গার্ড (Night Guard): অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।
সুইপার(Sweeper): অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।
মাসিক বেতন:
ওয়ার্ডেন : 5000 টাকা
নাইট গার্ড : 3000 টাকা
সুইপার : 1500 টাকা
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। মেটেলী ডেভেলপমেন্ট ব্লক অফিসারকে উদ্দেশ্য করে একটি আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে সরাসরি ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবেন "Application for the post of..... "
- আবেদনপত্রের সঙ্গে একটি ফটো (P.P Size)
- সক্রিয় মোবাইল নম্বর।
- আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা।
- আধার কার্ডের জেরক্স (সস্বাক্ষরিত)।
- ভোটার কার্ডের জেরক্স (সস্বাক্ষরিত)।
- অভিজ্ঞতা সার্টিফিকেট জেরক্স যদি থাকে (সম্বাক্ষরিত)।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সস্বাক্ষরিত)।
নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নাম্বার ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি- শুন্য
আবেদন জমা দেওয়ার স্থান- মেটেলী ব্লক উন্নয়ন অফিসে রাখা ড্রপ বাক্সে।
💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে
আবেদন করার শেষ তারিখ- 13 ডিসেম্বর 2024 থেকে আবেদন শুরু হয়েছে এবং 24 ডিসেম্বর 2024 পর্যন্ত আবেদন ফর্ম জমা করা যাবে (শনিবার,রবিবার ও সরকারি ছুটির দিন ব্যাতীত)।
🌐Important Links:
- Official Notice:- Download Now
- Official Website- Click Here
- Join WhatsApp- Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন