Hot Posts

নভেম্বর ২০, ২০২৪

আশা কর্মী নিয়োগ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে | আশা কর্মী নিয়োগ, আবেদন করুন


রাজ্যের মহিলাদের জন্য সুখবর। ঝাড়গ্রাম জেলার 4টি ব্লকে একাধিক শূন্যপদে নতুন আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- আশা কর্মী


শুন্যপদ- ৬টি

 

বয়স সীমা- ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী সাধারন প্রাথীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রাথীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


 💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে


শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক উত্তীর্ণা বা অনুত্তীর্ণা প্রাথীরা আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র বিবাহিত,বিধবা ও বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। এবং প্রাথীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।




আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে সরাসরি ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবেন "Application for the post of..... "


নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নাম্বার ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 


আবেদন ফি- শুন্য 


প্রয়োজনীয় ডকুমেন্টস্-

  1. বয়সের প্রমাণপত্র
  2. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টফিকেট
  4. কাস্ট সার্টিফিকেট
  5. বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্নাদের ডিভোর্স সার্টিফিকেট ও বিধবাদের স্বামীর মৃত্যুর প্রমান পত্র।
  6. সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ফটো । 

 

নিয়োগের স্থান- ঝাড়গ্রাম জেলার ৪টি ব্লকে আশা কর্মী পদে এই নিয়োগটি করা হবে। প্রার্থী যে গ্রামের শূন্যপদের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

 

💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে


আবেদন করার শেষ তারিখ- 05 নভেম্বর 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ 05 ডিসেম্বর 2024 সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত আবেদন ফর্ম জমা করা যাবে (শনিবার,রবিবার ও সরকারি ছুটির দিন ব্যাতীত)। 


🌐Important Links:







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন