Hot Posts

মে ০৩, ২০২৪

পাওয়ার গ্রীড কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগ : Power Grid Corporation Recruitment 2024


Power Grid Corporation Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পাওয়ার গ্রীড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (Job Notification) প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে জানুন আজকের প্রতিবেদন থেকে। 

 

Advertisement No: CC/01/2024

 

পদের নাম:- 

Company Secretary Professional (On Contract)

 

শূন্যপদ (Vacancy)- 12টি


শিক্ষাগত যোগ্যতা (Qualification):- 

ICSI - ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া এর সদস্য হতে হবে এবং যেকোনো কোম্পানির সচিবালয়ে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


আরও চাকরির খবর: পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে, Apply Online:

 

বয়সসীমা (Age Limit) :  আবেদনের শেষ তারিখ অনুযায়ী 29 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC ক্যাটাগরির প্রার্থীদের বয়সে ছাড় (Age Relaxation) রয়েছে।
 

মাসিক বেতন (Salary)- প্রার্থীদের মাসিক বেতন 30,000/- টাকা। 

 

আবেদন ফি: Application fee (Non-refundable Rs. 400 (only SC/ST/ PwBD/ Ex-SM candidates are exempted). 

 

নিয়োগ পদ্ধতি:  ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

 

Top 5 Money Making Tips : অনলাইন থেকে প্রচুর টাকা উপার্জন করতে চান? রইল কয়েকটি আইডিয়া


কিভাবে আবেদন করবেন (Application Process) :- প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং অন্য কোন পদ্ধতির আবেদন গ্রহণ করা হবে না । প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য সঠিক ভাবে অনলাইনে ফিলাপ করতে হবে। আবেদন বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি (Official Notification) লিংক দেওয়া হয়েছে।

 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের Official WhatsApp Channel এ Join করুন: CLICK HERE👉


 

Notificaton PDFDownload
Download Form
Click Here
Website LinkClick Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন