Hot Posts

নভেম্বর ২৩, ২০২৩

২১০০ শূন্যপদে IDBI ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ, ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে - IDBI Bank Recruitment 2023

 



IDBI (Industrial Development Bank of India) ব্যাঙ্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও এক্সিকিউটিভ পদে নতুন কর্মী নিয়োগ করছে। IDBI Bank Recruitment 2023 ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে জানুন আজকের প্রতিবেদন থেকে। 


Employment Number: 10/2023-24


পদের নাম:- 

 1) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার:

শুন্যপদ- 800টি (UR- ৩২৪ টি, SC- ১২০ টি, ST- ৬০ টি, OBC- ২১৬ টি, EWS- ৮০ টি। 

 

শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে সাধারণ এবং ওবিসি প্রার্থীরা নূন্যতম 60% এবং তপশিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীরা নূন্যতম 55% নম্বর সহ গ্রাজুয়েশান পাশ করে থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

IDBI Executive 2023 Notification Out, Apply Online:



2) এক্সিকিউটিভ সেলস্:

শুন্যপদ-  1300টি (UR- ৫৫৮ টি, SC- ২০০ টি, ST- ৮৬ টি, OBC- ৩২৬ টি, EWS- ১৩০ টি।)

 

শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন পাশ হলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

 

বয়সসীমা: 01/11/2023 তারিখ অনুযায়ী 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে।
 

মাসিক বেতন- নিয়োগের প্রথম বছরে বেতন থাকবে মাসিক ২৯,০০০/- টাকা। ২য় বছর থেকে বেতন হবে ৩১,০০০/- টাকা।


আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। IDBI Junior Assistant Manager 2023 Notification PDF


কিভাবে আবেদন করবেন:- প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং অন্য কোন পদ্ধতির আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in -এ গিয়ে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইনে আবেদন করতে হবে। 

 



আবেদন ফি: তপশিলী জাতি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 200 টাকা ও বাকি সকল প্রার্থীদের 1000 টাকা আবেদন ফি রয়েছে। 

 

নিয়োগ পদ্ধতি: প্রথম স্টেপে প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। প্রার্থীদের যেকোনো আপডেট ও আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 


 

গুরুত্বপূর্ন তারিখ-

আবেদন শুরুর তারিখ:- 22/11/2023

আবেদনের শেষ তারিখ:- 06/12/2023


👉 অফিসিয়াল বিজ্ঞপ্তি:-  ডাউনলোড করুন

👉 অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

👉Apply Online- Click Here

 


 

 *সমস্ত পরীক্ষার ফ্রি অনুশীলন সেট PDF ডাউনলোড করুন অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট www.examdisha.in দেখুন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন