আবেদন করলে পাবেন প্রতিমাসে ১ হাজার টাকা, রাজ্য সরকারের নতুন একটি স্কিম (Govt Scheme) সম্পর্কে জানুন আজকের এই প্রতিবেদন থেকে।
পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প চালু করেছে এবং এই প্রকল্পগুলিতে নাম নথিভুক্ত করলে মেলে মাসিক এবং বাৎসরিক আর্থিক সাহায্য। পশ্চিমবঙ্গে লোকশিল্প খুবই বিখ্যাত ও জনপ্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই শিল্পকে আরো বেশি করে মেলে ধরতে এবং শিল্পীদের উন্নয়নে একটি সামাজিক প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের হাত ধরে বাংলার লোকশিল্পীরা প্রতিমাসে এক হাজার টাকা করে পান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে একটি নতুন প্রকল্প চালু করেন। এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেন তাদের সরকারের তরফ থেকে একটি পরিচয় পত্র (Identity Card) দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে 18 থেকে 60 বছর বয়সী লোকশিল্পীরা প্রতি মাসে 1000/- টাকা রিটেইনার ফি হিসেবে পান এবং প্রবীণ শিল্পী, যাদের বয়স 60-এর বেশি তারা পেনশন (Old Age Pension) হিসাবে প্রতি মাসে 1000/- টাকা পান। এছাড়া প্রত্যেক শিল্পীকে প্রতি মাসে অন্তত চার থেকে পাঁচটি অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করবেন নিচে বিস্তারিতভাবে দেওয়া হল।
👉আবেদন জানানোর নিয়মাবলী:
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে নিম্নে উল্লেখিত কোন একটি লোকশিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে (ছৌ নিত্য, ঝুমুর গান, পটের গান, বাউল গান ও রণ নিত্য)।
- এছাড়া স্থানীয় লোকশিল্পীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
👉আবেদন কোথায় জানাবেন:
আবেদনকারী লোকশিল্পী যে জেলার বাসিন্দা তাকে সেই জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক বা মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক এর কাছে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর সময় শিল্পীকে অবশ্যই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস, পাসপোর্ট সাইজের ছবি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে লোকশিল্পী পরিচয়পত্র বানিয়ে জমা দিতে হবে। আবেদনটি এপ্রুভ হলে সরাসরি শিল্পীদের একাউন্টে প্রকল্পের টাকা ঢুকবে।
✔Visit Official Website- Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন