SBI (State Bank Of India) ব্যাঙ্ক দেশ জুড়ে সার্কেল বেসড অফিসার পোস্টে নতুন কর্মী নিয়োগ করছে। SBI Bank Recruitment 2023 ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ও যেকোন রাজ্য থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে জানুন আজকের প্রতিবেদন থেকে।
ADVERTISEMENT NO: CRPD/CBO/2023-24/18
পদের নাম:-
CIRCLE BASED OFFICER:
মোট শুন্যপদ- 5280টি (GEN- 2157 টি, EWS- 527 টি, OBC- 1421 টি, ST- 388 টি, SC- 787 টি।)
পশ্চিমবঙ্গে শূন্যপদ- 230 টি। (GEN- 94 টি, EWS- 23 টি, OBC- 62 টি, ST- 17 টি, SC- 34 টি।)
শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশান পাশ করে থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
SBI Circle Based Officer Recruitment 2023 Notification Out, Apply Online:
বয়সসীমা: 01/11/2023 তারিখ অনুযায়ী 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন- বেতন থাকবে মাসিক 36,000/- টাকা।
আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। SBI Circle Based Officer 2023 Notification PDF
কিভাবে আবেদন করবেন:- প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং অন্য কোন পদ্ধতির আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in -এ গিয়ে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: SC, ST ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি লাগবে না ও GEN, OBC সকল প্রার্থীদের 750 টাকা আবেদন ফি রয়েছে।
নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। প্রার্থীদের যেকোনো আপডেট ও আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
গুরুত্বপূর্ন তারিখ-
আবেদন শুরুর তারিখ:- 22/11/2023
আবেদনের শেষ তারিখ:- 12/12/2023
👉 অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Click Here
👉 অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
👉Apply Online- Click Here
*সমস্ত পরীক্ষার ফ্রি অনুশীলন সেট PDF ডাউনলোড করুন অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট www.examdisha.in দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন