Hot Posts

মে ২০, ২০২৩

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে নতুন বন সহায়ক নিয়োগ ২০২৩ | Wb Bana Sahayak Recruitment 2023 | Apply Now

 



সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের বন দপ্তর থেকে নতুন বন সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত জেলে থেকে ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের আগামী সাত দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- বন সহায়ক


শুন্যপদ- ২০০০ টি

 

বয়স সীমা- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী সাধারন প্রাথীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং SC/ST প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


বেতন- ১০,০০০ টাকা প্রতি মাস । 


 💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে


শিক্ষাগত যোগ্যতা- নুন্যতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাছাড়া বাংলা, ইংরেজি, হিন্দি ভাষা জানতে হবে।



আবেদন পদ্ধতি- www.westbengalforest.gov.in ওয়েবসাইট থেকে প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে আপনার জেলার বন সহায়ক কেন্দ্রে গিয়ে জমা করতে হবে আগামী সাত দিনের মধ্যে।। তবে খামের ওপর অবশ্যই লিখবেন "Application for the post of..... " 


আবেদন ফি- আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই। 


প্রয়োজনীয় ডকুমেন্টস্-

  1. বয়সের প্রমাণপত্র
  2. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টফিকেট
  4. কাস্ট সার্টিফিকেট
  5. সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ফটো । 

 

💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে


আবেদন করার শেষ তারিখ- ১৯ মে ২০২৩ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ ২৬ মে ২০২৩ পর্যন্ত আবেদন ফর্ম জমা করা যাবে (শনিবার,রবিবার ও সরকারি ছুটির দিন ব্যাতীত)। 


🌐Important Links:




বন সহায়ক ইন্টারভিউ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

১) লোথিয়ান দ্বীপ কোন জেলায় অবস্থিত?
উঃ দক্ষিণ ২৪ পরগনা

২) কুচিপুড়ি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?  
উঃ অন্ধ্রপ্রদেশ

৩) জোড়পখরি অভয়ারণ্য কোথায় অবস্থিত ও কোন প্রানীর জন্য বিখ্যাত?
উঃ দার্জিলিং জেলায় অবস্থিত ও সালামান্ডার এর জন্য বিখ্যাত

৪) ভারতে কবে জীব বৈচিত্র আইন প্রনীত হয়?  
উঃ ২০০২ সালে  

৫) ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত সালে?
উঃ ১৯৭৩ সালে

৬) ভারত সরকার কত সালে গণ্ডার সংরক্ষণ আইন প্রণয়ন করে?
উঃ ১৯৭২ সালে

৭) পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়?       
উঃ ১৯৫৯ সালে  
    
৮) হস্তি প্রকল্প কত সালে চালু হয়?  
উঃ ১৯৯২ সালে

৯) পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত?
উঃ দাগযুক্ত হরিণ

১০) সিঙ্গলীলা জাতীয় উদ্দ্যান কবে প্রতিষ্ঠিত হয়?  
উঃ ১৯৯২ সালে  

১১) ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
উঃ রাজস্থান  

১২) ভিতরকনিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ ওড়িশা

১৩) সরিস্কা জাতীয় উদ্দ্যান ভারতের কোথায় অবস্থিত?
উঃ রাজস্থান  

১৪) ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন

১৫) ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি?
উঃ বাদাবন
১৬) আসামের ব্যঘ্র সংরক্ষণ স্থানের নাম কি?
উঃ মানস

১৭) বন্যপ্রানী সপ্তাহ কব্বে পালন করা হয়?
উঃ ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর

১৮) মহানন্দা বন্যপ্রাণী অভ্যারন্যটি কোথায় অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গে  

১৯) বক্সা জাতীয় উদ্দ্যান কবে প্রতিষ্ঠিত হয়?   
উঃ ১৯৯২ সালে  

২০) সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?  
উঃ কেরালা  

প্রতিদিন ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো- Click Here

প্রতিদিন চাকরির খবর ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমদের চানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের ঘণ্টাটি বাজিয়ে দাও-
Subscribe Our Youtube Channel- Click Here


*************ধন্যবাদ**********
**********পোস্ট টি সেয়ার করে দিন***********




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন