Hot Posts

জুলাই ২৫, ২০২২

SSC স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একাধিক পদে নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

    


Staff Selection Commission (SSC) এর তরফে হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর 


বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন- 

  1. জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- ৩৫,৪০০-১,১২,৪০০/- টাকা
  2. জুনিয়র ট্রান্সলেটর- ৩৫,৪০০-১,১২,৪০০/- টাকা
  3. সিনিয়র হিন্দি ট্রান্সলেটর- ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা


 💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে


শিক্ষাগত যোগ্যতা- আবেদনের জন্য প্রার্থীদের উপযুক্ত বিষয়ে স্নাতকোত্তর/ ডিপ্লোমা পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ টি দেখুন। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।


আবেদন ফি- ১০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে তবে এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কোন আবেদন মূল্য লাগবে না। 

 

💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে


আবেদন করার শেষ তারিখ- ২০ জুলাই ২০২২ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৪ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত। 


🌐Important Links


Official Notice:- Download Now
Apply Online:- Click Here
Official Website- Click Here
Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন