Hot Posts

জানুয়ারী ২১, ২০২২

কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান থেকে প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

🔴কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?(WBCS-2015)

উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

🔴 লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)

উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী

🔴কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?(WBCS-2013)

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

🔴 তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)

উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি

🔴 গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত ?(WBCS-2012)

উঃ-সমুদ্রগুপ্ত

🔴কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?(WBCS-2011)

উঃ-রাজা রামমোহন রায়

🔴কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?(WBCS-2011)

উঃ-বিন্দুসার

🔴”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?(WBCS-2010)

উঃ-বিদ্যাসাগর

🔴”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?(WBCS-2001,2004,2005,2010)

উঃ-মাদাম কামা

🔴ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?(WBCS-2009)

উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল

🔴”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)

উঃ- আমির খসরু

🔴”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?(WBCS-2009)

উঃ-আব্দুল গফফর খাঁন

🔴মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?(WBCS-2004,2008)

উঃ-ঔরঙ্গজেব

🔴”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?(WBCS-2007)

উঃ-পেদ্দন

🔴সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?(WBCS-2007)

উঃ-ইলতুৎমিস 




🔥 বহু প্রতিক্ষার অবসান! শেষ পর্যন্ত প্রকাশিত হলো Constable & SI 2 in 1 Suggestion বইটির দ্বিতীয় সংস্করণ। নিচে দেওয়া লিংকে ক্লিক করে বইটি সরাসরি কিনতে পারবেন। ডেলিভারি চার্জ লাগবে না। আমাদের বইয়ের গুরুত্ব কতটা আর আলাদা করে বোঝাবো না।  

✅ যারা আমাদের এই বই সম্পর্কে কিছুই জানেন না তবে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই বইটির রিভিউ ভিডিও আসছে। আরও জানতে ওপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।
📌 টেলিগ্রাম চ্যানেল 👇👇👇👇 https://t.me/bandhututorial1


🔥 FREE DELIVERY 🔥

✅ Book Buy Link 👇👇👇
https://bit.ly/3F5H3V6
https://bit.ly/3F5H3V6

👉 Coupon code- BandhuT20

📌 বইটি কেনার সময় BandhuT20 কুপন কোড টি অবশ্যই ব্যবহার করবেন। দিলে আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন।

আমাদের ফেসবুক পেজে যার জয়েন করতে চান তারা নিচের ফটোটি তে ক্লিক করুন

 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন