Hot Posts

জানুয়ারী ১৬, ২০২২

রাজ্যের বিভিন্ন স্কুলে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ, করা হচ্ছে। আবেদন শেষ তারিখ ২৮ জানুয়ারি পর্যন্ত।

রাজ্যের বিভিন্ন স্কুলে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ, করা হচ্ছে। আবেদন শেষ তারিখ ২৮ জানুয়ারি পর্যন্ত।



 


 স্কুলে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ৮৭০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।  পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে 

পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

পদের নাম- পোস্ট গ্যাজুয়েট টিচার (PGT)

শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখায় স্নাকোত্তর সঙ্গে B.ed কোর্স করে থাকতে হবে।

পদের নাম- প্রাইমারি টিচার (PRT)
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে 50 শতাংশ নম্বর সহ যে কোন শাখায় স্নাতক সঙ্গে B.ed কোর্স করে থাকতে হবে অথবা এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।

 বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০৪/২০২১ তারিখে ৫ বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে এবং ৫ থেকে ১০ বছরের মধ্যে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর বয়স ৫৭ বছর নিচে হতে হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীর অবশ্যই সঠিক মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।

আবেদন করার সময় প্রার্থীকে যে সমস্ত নথি আপলোড করতে হবে তা নিম্নলিখিত-
🔴 ফটো এবং প্রার্থীর স্বাক্ষর।
🔴বয়সের প্রমাণপত্র।
🔴 সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

পরীক্ষার ফি- পরীক্ষার ফি হিসেবে ৩৮৫ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীরা অনলাইন পেমেন্ট করতে পারেন, UPI/ ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে ফ্রি পেমেন্ট করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ- ২৮/০১/২০২২


Official Notice: Download Now


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন