Hot Posts

অক্টোবর ০৭, ২০২১

Top General Knowledge MCQ Question Answers বাছাই করা সেরা প্রশ্ন-উত্তর Download free pdf file in Bengali language

 


 Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this articlewe are sharing Top General Knowledge Question & Answers  Download free pdf 

 

🔷ড: বি.আর.আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন?

 উ:মনুস্মৃতি।

🔷AITUC কবে গঠিত হয়?

উ:1920 খ্রীঃ।

🔷ক্রীপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?

উ:ভারত ছাড়ো আন্দোলন।

🔷জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গৃহীত হয়?

উ:1929 খ্রীঃ লাহোর অধিবেশনে।

🔷'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

উ:শচীন্দ্র প্রসাদ বসু(1905 খ্রীঃ)।

🔷ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

উ:অ্যালান অক্টোভিয়ান হিউম।(1885 খ্রীঃ)

🔷কোন বড়োলাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

উ:লর্ড ডাফরিন।

🔷কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উ:1911 খ্রীঃ।

🔷"Young India" গ্রন্থের রচয়িতা কে?

উ:লালা লাজপৎ রায়।

🔷'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

উ:সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

🔷জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উ:1906 খ্রীঃ।

🔷ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?

উ:শ্যামজী কৃষ্ণবর্মা।

🔷ঢাকার অনুশীলন সমিতি কে  প্রতিষ্ঠা করেন?

উ:পুলিন বিহারি দাশ।

🔷"A Nation in Making"  গ্রন্থটি কে রচনা করেন?

উ:সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

🔷'মারাঠা' ও 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উ:বাল গঙ্গাধর তিলক।

🔷কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়?

উ:চৌরিচৌরা ঘটনা।

🔷"নারী সত্যাগ্রহ সমিতি" কে প্রতিষ্ঠা করেন?

উ:বাসন্তী দেবী।

🔷"গুলামগিরি" গ্রন্থটি কার লেখা?

উ:জ্যোতিবা ফুলে।

🔷"ভারতী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উ:সরলাদেবী চৌধুরানী।

🔷বিরসা মুন্ডার সেনাপতির নাম কী?

উ:গয়া মুন্ডা।

নিচের লিংকে ক্লিক করে pdf  ডাউনলোড করুন

 

যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য কমনযোগ্য সেরা প্রশ্ন উত্তর

 Top General Knowledge MCQ Question answer for WBP Constable 2021

GEOGRAPHY QUESTION ANSWERভূগোলের সেরা প্রশ্ন উত্তর

ইতিহাসের 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার ট্রিক্স

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পৃথিবীর বিভিন্ন হ্রদ

বর্তমানে পশ্চিমবঙ্গ 23 টি জেলায় বিভক্ত যা পাঁচটি বিভাগের অন্তর্গত

একনজরে টোকিও অলিম্পিক ২০২০

নদ নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ইতিহাসে 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ফিফা ওয়ার্ল্ডকাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্

কবি সাহিত্যিকদের ছদ্মনাম এর তালিকা 

 ভারতের জাতীয় সড়ক পথ এর সম্পূর্ণ তালিকা 


আমাদের ফেসবুক পেজে যার জয়েন করতে চান তারা নিচের ফটোটি তে ক্লিক করুন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন