Hot Posts

জুলাই ০৩, ২০২১

** ফিফা ( FIFA ) পূর্ণরূপ : Federation of International Football Association [DOWNLOAD FREE PDF FILE IN BENGALI] GK QUESTION BENGALI[BENGALI GK 2021]

GK QUESTION AND ANSWER IN BENGALI LANGUAGE [DOWNLOAD FREE PDF FILE IN BENGALI] GK QUESTION BENGALI[BENGALI GK 2021]

 ফুটবল সম্পর্কিত তথ্য 




** ফিফা ( FIFA ) পূর্ণরূপ : Federation of International Football Association 


 প্রতিষ্ঠাকাল :-২১ মে ১৯০৪ 

 

সদর দপ্তর : জুরিখ , সুইজারল্যান্ড 

 

সদস্য সংখ্যা : ২১১ 

 

ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ : ৭ টি ।

 

 যথা : বেলজিয়াম , ডেনমার্ক , ফ্রান্স , নেদারল্যান্ডস , স্পেন , সুইডেন ও সুইজারল্যান্ড 

  

 ফিফা বিশ্বকাপ ( FIFA World Cup ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযােগিতা যেখানে ফিফা সহযােগী দেশগুলাের পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয় ।

 ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা । ১৯৩০ সালে এই প্রতিযােগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে । মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়নি ।

 

আরও দেখুন

 

 ১) বিভিন্ন পরিমাপক যন্ত্র 


২) কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও তাদের তালিকা 

 

৩) বিভিন্ন পরিমাপক একক 


৪) বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক এর নাম 


৫) গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ 


৬) কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত 

 

৭) ভারতের বিভিন্ন কৃষি গবেষনাগার কেন্দ্র 


৮) বিভিন্ন রাজ্য ও তাদের প্রচলিত নৃত্যের নাম 


৯) কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত 


১০) কোন শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত 

 * সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে ,

 ২০১৪ সালে  । 

 

এই বিশ্বকাপে জার্মানি আর্জেন্টিনাকে ফাইনালে পরাজিত করে শিরােপা জিতে নিয়েছে ।

  বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০১৮ সালে এবং এটির আয়ােজন করছে রাশিয়া । 

 

২০২২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে ।

 

 * ১৯৯১ সাল থেকে ফিফা ফিফা মহিলা বিশ্বকাপ আয়ােজন শুরু করেছে । 

এটিও সাধারণ বিশ্বকাপের মত চার বছর পর পর অনুষ্ঠিত হয় ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন