Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam
Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing Top General Knowledge Question & Answers.
** ✅ ইতিহাসের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর **(30 important questions and answers of history)
🔷1. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন―হর্ষবর্ধন।
🔷 2. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল―কৌনজ।
🔷 3. "হর্ষাব্দ" কবে প্রবর্তিত হয়―606 খ্রিস্টাব্দ।
🔷 4. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন―বানভট্ট।
🔷 5. "হর্ষচরিত" কার রচনা―বানভট্ট।
🔷 6. হর্ষবর্ধন শেষজীবনে কোন ধর্মালম্বী ছিলেন―বৌদ্ধ।
🔷7. 'রত্নাবলী' বইটির লেখক কে―হর্ষবর্ধন।
🔷8. হর্ষবর্ধনের সময় নালান্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন―মহাপণ্ডিত শীলভদ্র।
🔷9. বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন―শশাঙ্ক।
🔷10. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন―গৌড়ের।
🔷11. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল―কর্ণসুবর্ণ।
🔷12. শশাঙ্ক কোন ধর্মালম্বী ছিলেন―শৈব।
🔷13. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন―ধর্মপাল।
🔷14. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন―বল্লালসেন।
🔷15. সেন বংশের শেষ রাজা কে ছিলেন―লক্ষনসেন।
🔷16. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন―বল্লালসেন।
🔷17. গুপ্তযুগের একটি সামুদ্রিক বন্ধরের নাম কি―তাম্রলিপ্ত।
🔷18. কোন গ্রন্থকে প্রাচীন ভারতের ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়―চরকসংহিতা।
🔷19. "কামসূত্র" কে রচনা করেন―বাৎস্যায়ন।
🔷20. পঞ্চতন্ত্রের কাহিনী কে রচনা করেন―বিষ্ণুশর্মা।
🔷21. "মনুসংহিতা" কি―মনুর রচিত একটি গ্রন্থ।
🔷22. "স্বপ্নবাসবদত্তা" নাটকটি কার রচনা― ভাস এর।
🔷23. সম্রাট অশোক কতগুলি স্তুপ নির্মিত করেন―84 হাজার।
🔷24. ইলোরার গুহামন্দির কোন যুগে নির্মিত হয়―গুপ্তযুগে।
🔷25. কোন শাসক কোনারকের সূর্যমন্দির নির্মাণ করেন―প্রথম নরসিংহ বর্মন।
🔷26. হজরত মহাম্মব্দের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে―632।
🔷27. সুলতান মামুদ প্রথম কবে ভারতবর্ষ আক্রমন করেন―1000 খ্রিস্টাব্দে।
🔷28. সুলতান মামুদকে কে প্রথম বাধা দেন―রাজা জয়পাল।
🔷29. সোমনাথ মন্দির কে লুট করেন―সুলতান মামুদ।
🔷30. আলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন―সুলতান মামুদের সঙ্গে।
আরও দেখুন
২) কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও তাদের তালিকা
৪) বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক এর নাম
৫) গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ
৬) কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত
৭) ভারতের বিভিন্ন কৃষি গবেষনাগার কেন্দ্র
৮) বিভিন্ন রাজ্য ও তাদের প্রচলিত নৃত্যের নাম
৯) কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত
১০) কোন শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন