GK 2021 General Knowledge in Bengali Bengali GK 2021 - General Knowledge in Bengali
( সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর )
🟥 ত্রিরত্ন কি ?
উঃ জৈন ধর্মে সৎ - বিশ্বাস , সৎ - জ্ঞান এবং সৎ - আচরণকে একত্রে ত্রিরত্ন বলা হয় ।
🟥কার নাম স্মরণ রাখার জন্য শ্রবণবেলগােলায় চন্দ্রগিরি নামে একটি গুহা নির্মিত হয় ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের ।
🟥জৈন ধর্মে যারা কোন গ্রন্থি বা বস্ত্র পরিধান করতেন না তাদের কি বলা হত ?
উঃ দিগম্বর সম্প্রদায় ( এই সম্প্রদায়ের নেতা ছিলেন ভদ্রবাহু ) ।
🟥জৈন ধর্মে যারা শ্বেত বস্ত্র পরতেন তাদের কি বলা হত ?
উঃ শ্বেতাম্বর ( এদের নেতৃত্ব দেন স্থূলভদ্র ) ।
🟥জৈনদের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ অঙ্গ উপাঙ্গ ।
🟥জৈন ধর্মগ্রন্থ কি ভাষায় লেখা ?
উঃ জৈন ধর্মগ্রন্থ অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায় লেখা
History Gk question answer set--1
History Gk question answer set--2
History Gk question answer set--3
ভূগোলের সেরা প্রশ্ন উত্তর
General knowledge Question and answer set -1
General knowledge question and answer set -2
🟥 গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ?
উঃ গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে লুম্বিনী গ্রামে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ।
🟥গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল ?
উঃ যশােধরা ।
🟥 গৌতম বুদ্ধ কার কাছে বড় হন ?
উঃ তাঁর মাসি গৌতমীর কাছে ।
🟥গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল ?
উঃ রাহুল ।
🟥মহাভিনিষ্ক্রমণ কি ?
উঃ বৌদ্ধ শাস্ত্রে সন্ন্যাসব্রত গ্রহণ করাকে বলে মহাভিনিষ্ক্রমণ ।
🟥গৌতম বুদ্ধ কত বছর বয়সে এবং কোথায় দিব্যজ্ঞান বা বােধি লাভ করেন ?
উঃ 35 বছর বয়সে নৈরঞ্জনা নদীর তীরে ।
🟥গৌতম বুদ্ধ কত বছ বয়সে এবং কোথায় দেহত্যাগ করেন ?
উঃ ৪০ বছর বয়সে কুশিনগরে ( 483 খ্রীষ্টপূর্বাব্দে ) দেহত্যাগ করেন ।
🟥 বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয় ?
উঃ-মহাপরিনির্বাণ ।
🟥 বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ ত্রিপিটক ( বিনয় পিটক , সূত্ত পিটক এবং অভিধর্ম পিটক )
নিচের লিংকে ক্লিক করে pdf ডাউনলোড করুন
HISTORY QUESTIONS
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন