Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing Top General Knowledge Question & Answers.
1)সম্বর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী
সমস্ত চাকরিপ্রার্থীদের কথা ভেবে আমরা সপ্তাহে ৬ দিন ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি,
বিষয়- অঙ্ক, রিজনিং,জিকে ও ইংরেজি
সম্পূর্ণ ফ্রি ক্লাস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং বন্ধুদের যুক্ত করো
👉 https://t.me/bandhututorial1
👇👇👇👇👇
পশ্চিমবঙ্গ পুলিস কনস্টেবল ও সাব ইন্সপেক্টর ২০২১ পরীক্ষার জন্য সেরা সাজেশন ইবুকটি সংগ্রহ করার জন্য নিচের ফটোটির উপর ক্লিক ক্রুন -
এই পিডিএফ বইটিতে কি কি রয়েছে একনজরে দেখে নিন-
1. 2020 জানুয়ারি- ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2. বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন। 3. বিভিন্ন কোম্পানির CEO 4. 2020 নোবেল বিজয়ীদের তালিকা। 5. 2020 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। 6. 2020 দ্রোণাচার্য পুরস্কার। 7. 2020 অর্জুন পুরস্কার। 8. 2020 ধ্যানচাঁদ পুরস্কার। 9. 2020 দাদাসাহেব ফালকে পুরস্কার। 10. 2020 সাহিত্য একাডেমী পুরস্কার। 11. 2020 অস্কার পুরস্কার। 12. পদ্ম পুরস্কার 2021। 13. বিভিন্ন পুরস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 14. ইতিহাস (প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ)। 15. গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন উত্তর। 16. পশ্চিমবঙ্গের ভূগোল। 17. সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 18. বিভিন্ন ধাতু সংকরের উপাদান। 19. বিভিন্ন ধাতুর আকরিকের নাম। 20. বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম। 21. বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ। 22. ভিটামিন গুলির রাসায়নিক নাম এবং অভাবজনিত লক্ষণ। 23. বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। 24. পরিমাপের একক। 25. বিভিন্ন পরিমাপক যন্ত্র। 26. বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম। 27. বিভিন্ন খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা। 28. খেলাধুলার সঙ্গে যুক্ত শব্দ। 29. কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়। 30. বিভিন্ন কাপ এবং ট্রফি। 31. কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত এবং তাদের রাজ্যের নাম। 32. বিভিন্ন আন্তর্জাতিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে। 33. বিভিন্ন দেশের সীমান্ত রেখা। 34. কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। 35. বিভিন্ন দেশের রাজধানীর নাম। 36. বিভিন্ন প্রকার বিদ্যার নাম। 37. সাহিত্যিক ছদ্মনাম। 38. কে কোন বাদ্য যন্ত্রের সাথে যুক্ত। 39. নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি। 40. সংগীতের সঙ্গে যুক্ত ব্যক্তি। 41. বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম। 42. বিশিষ্ট পরিচালক এবং তাদের উল্লেখযোগ্য ছবি। 43. ভারতের কৃষি গবেষণাগার গুলি কোথায় কোথায় অবস্থিত। 44. কোন ঘূর্ণিঝড়ের কোন দেশ নামকরণ করেছে, এবং তা কত সালে কোথায় আছড়ে পড়েছে। 45. পৃথিবীর স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ। 46. ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। 47. পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। 48. পশ্চিমবঙ্গের অভয়ারণ্য। 49. বিভিন্ন দেশের মুদ্রার নাম। 50. ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। 51. ভারতের অঙ্গরাজ্য গুলির রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজনৈতিক দলের নাম। 52. সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 53. গণিত (অধ্যায় ভিত্তিক, প্রতিটি অধ্যায়ের শুরুতে প্রয়োজনীয় সূত্র। প্রতিটি অংকের সমাধান সহ)। 54. Reasoning থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
বইটির রিভিউ ভিডিও দেখুন-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন