Top General Knowledge Questions for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing Top General Knowledge Question & Answer.
১) জাল্লিকাট্ট উৎসবটি কোন রাজ্যে হয় ?
a) তামিলনাড়ু
b) আসাম
C) উত্তরপ্রদেশ
d) কোনটিই নই
Answer :- a) তামিলনাড়ু
২) ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সবথেকে বেশি ?
a) তামা
b) অ্যালুমিনিয়াম
C) দস্তা
d) কোনটিই নই
Answer:- b) অ্যালুমিনিয়াম
৩) ভারতের বৃহত্তম লবণ হ্রদের নাম কি ?
a) লোনার হ্রদ
b) শিবসাগর হ্রদ
c) সম্বর হ্রদ
d) কোনটিই নই
Answer :- c) সম্বর
হ্রদ
৪) পৃথিবীর উচ্চতম ডাকঘর কোথায় অবস্থিত
?
a) হিমাচল প্রদেশ
b) আসাম
C) উত্তরপ্রদেশ
d) কোনটিই নই
Answer :- a) হিক্কিম (হিমাচল প্রদেশ)
৫) NHAI -এর সদর দপ্তর কোথায় রয়েছে ?
a) বেঙ্গালুরু
b) নিউ দিল্লি
C) হায়দরাবাদ
d) কোনটি নই
Answer :- b) নিউ দিল্লি
৬) ভারতের কোন স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা সবথেকে বেশি ?
a) কর্ণাটকের শিবসমুদ্রম
b) উত্তরপ্রদেশের রিহান্দ
c) হাওড়া
d) কোনটিই নই
Answer- c) হাওড়া
হাওড়া জংশন রেলওয়ে স্টেশন, প্লাটফর্ম সংখ্যা ও ব্যস্ততার নিরিখে ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। ১৬৩ বছরের পুরনো এই স্টেশনটির প্ল্যাটফর্ম সংখ্যা ২৩টি ও রেলপথ ২৬টি।
৭) ভারতের দীর্ঘতম প্লাটফর্ম কোথায় অবস্থিত ?
a) গোরক্ষপুর
b) ১৯৭৬ সালে
C) ১৯৭৭ সালে
d) কোনটিই নই
Answer :- a) গোরক্ষপুর
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম ভারতীয় রেলেই আছে। ১.৩৫ কিলোমিটার দীর্ঘ সেই প্ল্যাটফর্মের নাম গোরক্ষপুর (Gorakhpur)। স্টেশনটি উত্তরপ্রদেশে অবস্থিত।
৮) ভারতীয় রেলের জনক কাকে বলা হয় ?
a) লর্ড ডালহৌসি
b) লর্ড কর্নওয়ালিস
C) লর্ড বেন্টিঙ্ক
d) কোনটিই নই
Answer :- a) লর্ড
ডালহৌসি
৯) ভারতের প্রথম রেল ব্যবস্থা কোথায় চালু
হয় ?
a) মুম্বাই থেকে দহিসর পর্যন্ত
b) মুম্বাই থেকে থানে পর্যন্ত
c) মুম্বাই থেকে জুহু পর্যন্ত
d) কোনটিই নই
Answer :- b) মুম্বাই
থেকে থানে পর্যন্ত
১০) ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে উঠেছিল
?
a) ত্রিবেণীতে
b) বাঁশবেড়িয়ায়
c) শ্রীরামপুরে
d) কোনটিই নই
Answer c) শ্রীরামপুরে
১১) ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়েছিল ?
a) শ্রীরামপুর
b) টিটাগড়
c) রিষড়া
d) কোনটিই নয়
Answer :- c) রিষড়া
১২) দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা
হয় ?
a) কোয়েম্বাটুর
b) আহমেদাবাদ
c) পুণে
d) কোনটিই নই
Answer:- a) কোয়েম্বাটুর
১৩) বস্ত্রবয়ন শিল্পে ভারতের কোন রাজ্য প্রথম
?
a) ওড়িশা
b) মহারাষ্ট্র
c) দিল্লি
d) কোনটিই নই
Answer :- b)
মহারাষ্ট্র
১৪) ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম
কি ?
a) ওড়িশার রাউরকেল্লা
b) ছত্তিসগড়ের ভিলাই
c) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম
d) কোনটিই নই
Answer :- b) ছত্তিসগড়ের
ভিলাই
১৫) ভারতের প্রথম লৌহ
- ইস্পাত কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল ?
a) ছত্তিসগড়
b) গুজরাট
c) তামিলনাড়ুর
d) কোনটিই নয়
Answer :- c) তামিলনাড়ুর
পোর্টোনোভাতে,1830 খ্রিস্টাব্দে
16) ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত
কারখানা কোনটি?
a) TISCO জামশেদপুর
b) ইসকো বার্নপুর
c) ভদ্রাবতী
d) কোনটিই নয়
Answer :- a) TISCO
জামশেদপুর
17) দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি ?
a) দোদাবেতা
b) আনাইমুদি
c) বান্দারাভু
d) কোনটিই নয়
Answer :- a) b) আনাইমুদি
18) কোন পর্বতশ্রেণী ' কৃষ্ণগিরি ' নামে পরিচিত
?
a) কারাকোরাম
b) সাতপুরা
c) আরাবল্লী
d) কোনটিই নয়
Answer :- a) কারাকোরাম
19) ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চশৃঙ্গের নাম
কি ?
a) গুরু শিখর
b) ধূপগড়
c) পরেশনাথ
d) কোনটিই নয়
Answer :- c) পরেশনাথ
20) ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?
(ক) তামিলনাড়ুর পেরাম্বুর
(খ) উত্তরপ্রদেশের বারাণসী
(গ) ঝাড়খণ্ডের জামসেদপুর
d) কোনটিই নয়
Answer :- (ক)
তামিলনাড়ুর
পেরাম্বুর
সমস্ত চাকরিপ্রার্থীদের কথা ভেবে আমরা সপ্তাহে ৬ দিন ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি,
বিষয়- অঙ্ক, রিজনিং,জিকে ও ইংরেজি
সম্পূর্ণ ফ্রি ক্লাস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং বন্ধুদের যুক্ত করো
👉 https://t.me/bandhututorial1
👇👇👇👇👇
পশ্চিমবঙ্গ পুলিস কনস্টেবল ও সাব ইন্সপেক্টর ২০২১ পরীক্ষার জন্য সেরা সাজেশন ইবুকটি সংগ্রহ করার জন্য নিচের ফটোটির উপর ক্লিক ক্রুন -
এই পিডিএফ বইটিতে কি কি রয়েছে একনজরে দেখে নিন-
1. 2020 জানুয়ারি- ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2. বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন। 3. বিভিন্ন কোম্পানির CEO 4. 2020 নোবেল বিজয়ীদের তালিকা। 5. 2020 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। 6. 2020 দ্রোণাচার্য পুরস্কার। 7. 2020 অর্জুন পুরস্কার। 8. 2020 ধ্যানচাঁদ পুরস্কার। 9. 2020 দাদাসাহেব ফালকে পুরস্কার। 10. 2020 সাহিত্য একাডেমী পুরস্কার। 11. 2020 অস্কার পুরস্কার। 12. পদ্ম পুরস্কার 2021। 13. বিভিন্ন পুরস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 14. ইতিহাস (প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ)। 15. গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন উত্তর। 16. পশ্চিমবঙ্গের ভূগোল। 17. সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 18. বিভিন্ন ধাতু সংকরের উপাদান। 19. বিভিন্ন ধাতুর আকরিকের নাম। 20. বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম। 21. বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ। 22. ভিটামিন গুলির রাসায়নিক নাম এবং অভাবজনিত লক্ষণ। 23. বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। 24. পরিমাপের একক। 25. বিভিন্ন পরিমাপক যন্ত্র। 26. বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম। 27. বিভিন্ন খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা। 28. খেলাধুলার সঙ্গে যুক্ত শব্দ। 29. কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়। 30. বিভিন্ন কাপ এবং ট্রফি। 31. কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত এবং তাদের রাজ্যের নাম। 32. বিভিন্ন আন্তর্জাতিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে। 33. বিভিন্ন দেশের সীমান্ত রেখা। 34. কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। 35. বিভিন্ন দেশের রাজধানীর নাম। 36. বিভিন্ন প্রকার বিদ্যার নাম। 37. সাহিত্যিক ছদ্মনাম। 38. কে কোন বাদ্য যন্ত্রের সাথে যুক্ত। 39. নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি। 40. সংগীতের সঙ্গে যুক্ত ব্যক্তি। 41. বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম। 42. বিশিষ্ট পরিচালক এবং তাদের উল্লেখযোগ্য ছবি। 43. ভারতের কৃষি গবেষণাগার গুলি কোথায় কোথায় অবস্থিত। 44. কোন ঘূর্ণিঝড়ের কোন দেশ নামকরণ করেছে, এবং তা কত সালে কোথায় আছড়ে পড়েছে। 45. পৃথিবীর স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ। 46. ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। 47. পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। 48. পশ্চিমবঙ্গের অভয়ারণ্য। 49. বিভিন্ন দেশের মুদ্রার নাম। 50. ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। 51. ভারতের অঙ্গরাজ্য গুলির রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজনৈতিক দলের নাম। 52. সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 53. গণিত (অধ্যায় ভিত্তিক, প্রতিটি অধ্যায়ের শুরুতে প্রয়োজনীয় সূত্র। প্রতিটি অংকের সমাধান সহ)। 54. Reasoning থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
বইটির রিভিউ ভিডিও দেখুন-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন