Hot Posts

জুলাই ২১, ২০২০

General Knowledge 2020 in Bengali - Top GK Questions - General Knowledge Quiz in Bengali pdf - SSC,PSC,WBP,Group D

Top General Knowledge 19 July 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing Top General Knowledge Question & Answer.



1) ‘Keibul Lamjao’ বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্দ্যান,এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

a) বিহার
b) গুজরাট
c) মণিপুর
d) কোনটিই নই

Answer :- c) মণিপুর
কেইবুল লামজাও জাতীয় উদ্যান ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার একটি জাতীয় উদ্যান। এটি আয়তনের 40 কিলোমিটার, উত্তর-পূর্ব ভারতে অবস্থিত বিশ্বের একমাত্র ভাসমান পার্ক এবং লোকটাক লেকের অবিচ্ছেদ্য অংশ।

২) নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় শাত্রীয় নৃত্যশৈলী?

a) ভাঙ্গরা
b) কুচিপুড়ি
c) ঝুমুর
d) কোনটিই নই

Answer:- b) কুচিপুড়ি 
কুচিপুড়ি ভারতীয় এগারো প্রধান ধ্রুপদী নৃত্যের মধ্যে একটি। এর সূত্রপাত ভারতের রাজ্য অন্ধ্র প্রদেশের কুচিপুডি নামে একটি গ্রামে। কুচিপুডি নাট্যশাস্ত্রের প্রাচীন হিন্দু সংস্কৃত গ্রন্থের মূল সহ একটি নৃত্য-নাটকের অভিনয়।

৩) ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’ কে আবিস্কার করেছিলেন?

a) লি এন ফিয়াং
b) এন রেসেল
c) টিম বার্নাস-লি
d) কোনটিই নই

Answer :- c) টিম বার্নাস-লি
স্যার টিম বার্নার্স-লি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন। স্যার টিম বার্নার্স-লি একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী।

৪) নিচের কোন শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত নয়?

a) হরিদ্বার
b) দিল্লি
c) মথুরা
d) কোনটিই নই

Answer :- a) হরিদ্বার
হরিদ্বার হ'ল উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি প্রাচীন শহর এবং গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, যেখানে গঙ্গা নদী হিমালয়ের পাদদেশ থেকে বেরিয়ে আসে।

৫) ৪০০ মিটার দৌড়ে এশিয়ান গেমসে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলা কে?

a) পিটি ঊষা
b) কমলজিৎ সন্ধু
c) কে. মললেশ্বরী
d) কোনটিই নই

Answer :- b) কমলজিৎ সন্ধু
কমলজিৎ সন্ধু হলেন এক মহিলা ভারতীয় অ্যাথলিট যিনি ৪০০ মিটার দৌড়ে ১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি 57.3 সেকেন্ডের মধ্যে দূরত্ব দৌড়েছিলেন। তিনি প্রথম ভারতীয় মহিলা অ্যাথলেট যিনি কোনও এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।

৬) বাঘ,ভাল্লুক ও প্যান্থার কে আশ্রয় দেওয়ার জন্য পরিচিত তাডোবা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?

a) আসাম 
b) কর্ণাটক
c) চন্দ্রপুর (মহারাষ্ট্র)
d) কোনটিই নই

Answer :- c) চন্দ্রপুর (মহারাষ্ট্র)
মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় রয়েছে তাডোবা অন্ধারি জাতীয় উদ্যান যা এখনও অবধি প্রায় ৪৩ টি বাঘের আশ্রয় করে। টাইগার রিজার্ভ ভারতের পঞ্চাশটি বাঘের রিজার্ভগুলির মধ্যে একটি যা রাজ্যের বৃহত্তম ও প্রাচীনতম উদ্যান। জাতীয় উদ্যানের নামটি স্থানীয় উপজাতিদের দ্বারা উপাসনা করা “শ্বর "তদোবা" নাম অনুসারে রাখা হয়েছিল, এবং অন্ধিরি এই নদীর নাম যা বনের মাঝখানে মিশে যায়।

৭) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত?

a) সিন্ধু
b) গোদাবরী
c) কাবেরী
d) কোনটিই নই

Answer :- c) কাবেরী
শিবসমুদ্রম জলপ্রপাতটি  কাবেরী নদীর তীরে অবস্থিত । শিবনসমুদ্র, বা শিব সমুদ্র, কর্ণাটকের মান্দ্য জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পিকনিক স্পট। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এটি জলপ্রপাতের জন্য পরিচিত।

৮) ভারতের বেতার সম্প্রচার শুরু হয় কবে থেকে?

a) ১৯২৭ সালে
b) ১৯২৮ সালে
c) ১৯২৯ সালে
d) কোনটিই নই

Answer :- a) ১৯২৭ সালে
ভারতের বেতার সম্প্রচার ১৯২৭ সালের ২৩ জুলাই শুরু হয়। অল ইন্ডিয়া রেডিও ১৯২৭ সালে বেসরকারী রেডিও ক্লাবের উদ্যোগে সর্বপ্রথম বেতার সম্প্রচার শুরু করে।

৯) ভারতের কেন্দ্রীয় ধান গবেষনাগার কোথায় অবস্থিত?

a) বিহার
b) গুজরাট
c) ওড়িশা  
d) কোনটিই নই

Answer :- c) ওড়িশার কটক শহরে
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি ওড়িশার কটক শহরে অবস্থিত । এটি এশিয়ার বৃহত্তম ধান গবেষণা ইনস্টিটিউট।

১০) নিচের মধ্যে কোনটি ভাইরাস জনিত রোগ নই?

a) জলাতঙ্ক
b) নিউমোনিয়া
c) জন্ডিস
d) কোনটিই নই

Answer :- b) নিউমোনিয়া
ভাইরাস জনিত রোগ মনে রাখার সহজ উপায়ঃ-
টেকনিক: ‘’জন্ডি-জ ইহা এই পোলি রানির বসন্ত’’
জন্ডি= জন্ডিস জ= জলাতঙ্ক ই= ইনফ্লুয়েন্জ হা= হাম এই= এইডস পোলি= পোলিও রানি= রানীক্ষেত বসন্ত= বসন্ত


প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group




প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
পিডিএফ টি ডাউনলোড করুন

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 
Join Our FB Group

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন