Hot Posts

জুলাই ২১, ২০২০

Current Affairs 21 July 2020 IN Bengali - Daily Current Affairs Quiz - Current Affairs for SSC, Banking, PSC, RAILWAY, WBP

Top Current Affairs 21 & 22 July 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 22 July 2020 Top Current Affairs.

 
Join FB Group



1) ‘আন্তর্জাতিক দাবা দিবস’ প্রতিবছর কোন দিন পালন করা হয়?

a) ২০ জুলাই
b) ২১ জুলাই
c) ২২ জুলাই
d) কোনটিই নই

Answer :- a) ২০ জুলাই
আন্তর্জাতিক দাবা দিবসটি ১৯৬৬ সাল থেকে প্রতিবছর ২০ জুলাই, ইতিহাসের অন্যতম প্রাচীন এবং সর্বাধিক জনপ্রিয় খেলা হিসাবে উদযাপন করা হয় যা জাতির মধ্যে ন্যায্যতা, সাম্যতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝার প্রচার করে। এই দিনেই ১৯২৪ সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই) প্রতিষ্ঠিত হয়েছিল।

২) সম্প্রতি কোন রাজ্য সরকার ‘Navin Rojgar Chhatri Yojana’ লঞ্চ করলো?

a) মহারাষ্ট্র
b) উত্তরপ্রদেশ
c) গুজরাট
d) কোনটিই নই

Answer:- b) উত্তরপ্রদেশ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তফসিলি বর্ণের চূড়ান্ত উন্নয়নের জন্য ‘নবীন রোজগার ছাত্রী যোজনা’ চালু করেছেন।

৩) সম্প্রতি মারা যাওয়া রজত মুখার্জি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?

a) সাংবাদিক
b) চলচ্চিত্র নির্মাতা
c) অর্থনীতিবিদ
d) কোনটিই নই

Answer :- b) চলচ্চিত্র নির্মাতা
বলিউড চলচ্চিত্র নির্মাতা রজত মুখার্জি যিনি প্যার তুনে কেয়া কিয়া এবং রোডের মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত ছিলেন দীর্ঘকাল অসুস্থতা এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতার কারণে মারা গেছেন।

৪) ‘Hungary Grand Prix 2020’ এর খেতাব কে জিতল?

a) ভাল্টেরি বোটাস
b) লুইস হ্যামিল্টন
c) ম্যাক্স ভার্সটাপেন
d) কোনটিই নই

Answer :- b) লুইস হ্যামিল্টন
লুইস হ্যামিল্টন হাঙ্গেরির মোগিরিডে হাঙ্গারিংয়ে ফর্মুলা -1 হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিকস জিতেছেন। ম্যাক্স ভার্স্টাপেন (ডাচ-রেড বুল) দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন ভল্টেরি বোটাস (মার্সেডিজ-ফিনল্যান্ড)।

৫) শ্যাম শ্রীনিবাসন কোন ব্যাঙ্কের MD ও CEO পদে পুনরায় নিযুক্ত হলেন?

a) ফেডারেল ব্যাঙ্ক
b) ICICI ব্যাঙ্ক
c) HDFC ব্যাঙ্ক
d) কোনটিই নই

Answer :- a) ফেডারেল ব্যাঙ্ক
2020 সালের 16 জুলাই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) শ্যাম শ্রীনিবাসনকে ফেডারাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ থেকে ২২ শে সেপ্টেম্বর, ২০২১ অবধি নিয়োগের অনুমোদন দেয়।

৬) “The Endgame” উপন্যাসটির রচয়িতা কে?

a) অজয় মোহন
b) শিখর গার্গ
c) হুসেন জায়েদী
d) কোনটিই নই

Answer :- c) হুসেন জায়েদী
প্রবীণ লেখক এস হুসেন জাইদী "দ্য এন্ডগাম" নামে একটি নতুন উপন্যাস লিখেছেন যা রাজনীতি, বিশ্বাসঘাতকতা এবং অকল্পনীয় সন্ত্রাসের কথা বলেছে। হার্পারকোলিনস ইন্ডিয়া প্রকাশ করেছে "দ্য এন্ডগেম"।

৭) বিশ্বে প্রথম সফলভাবে 'হোপ‘ নামে মঙ্গল মিশন লঞ্চ করলো কোন দেশ ?

a) Sri Lanka
b) United Arab Emirates
c) Australia
d) কোনটিই নই

Answer :- b) United Arab Emirates
বিশ্বে প্রথম সফলভাবে 'হোপ‘ নামে মঙ্গল মিশন লঞ্চ করলো United Arab Emirates ।

৮) এর মধ্যে কে 2020 নেলসন ম্যান্ডেলা পুরস্কার বিজয়ী?

a) ক্যাটালিন বোগ্য এবং অ্যালবার্ট শিংগিরো
b) জেরি ম্যাথিউজ ম্যাটজিলা এবং মারিয়া থিওফিলি
c) মারিয়ানা ভার্দিনোয়ান্নিস এবং মরিসানা কৈয়াত
d) কোনটিই নই

Answer :- c) মারিয়ানা ভার্দিনোয়ান্নিস এবং মরিসানা কাউয়াত
গ্রিসের মারিয়ানা ভার্দিনোয়ান্নিস এবং গিনির ডাক্তার মরিসানা কৈয়াতাকে ২০২০ সালের নেলসন ম্যান্ডেলা পুরষ্কারের জন্য জাতিসংঘ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে।

৯) সম্প্রতি প্রয়াত C S Seshadri তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

a) গণিতবিদ
b) সাংবাদিক
c) ক্রিকেটার
d) কোনটিই নই

Answer :- a) গণিতবিদ
সম্প্রতি মারা যাওয়া C S Seshadri তিনি ছিলেন একজন গণিতবিদ ।

১০) কোন দেশের ফুটবলার আন্দ্রে শুরল তার অবসর ঘোষণা করেছেন?

a) ফ্রান্স
b) ব্রাজিল
c) জার্মানি
d) কোনটিই নই

Answer :- c) জার্মানি
জার্মানি প্রাক্তন পেশাদার ফুটবলার, আন্দ্রে শুরল, 20 জুলাই 2020-এ 29 বছর বয়সে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন।


প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group

কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন-


প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
Download PDF

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 
Join Our FB Group

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন