Hot Posts

জুলাই ১৯, ২০২০

19th July 2020 Current Affairs - Top Current Affairs- Daily CA Quiz in Bengali - Download Free PDF

Top Current Affairs 19 July 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 19 July 2020 Top Current Affairs.

 

Top Current Affairs 19 July 2020


1) নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসটি কখন পালিত হয়?

a) 17 জুলাই
b) 16 জুলাই
c) 18 জুলাই
d) কোনটিই নই
Answer :- c) 18 জুলাই
নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসটি প্রতিবছর 18 জুলাই পালিত হয়।

2) এসবিআই কার্ডস এবং পেমেন্ট সার্ভিসের নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন?

a) বর্ণিকা মালহোত্রা
b) রোশনি নাদার
c) অশ্বিনী কুমার তেওয়ারি
d) কোনটিই নই
Answer:- c) অশ্বিনী কুমার তেওয়ারি
এসবিআই কার্ডস এবং পেমেন্ট সার্ভিসের নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন অশ্বিনী কুমার তেওয়ারি।

৩) সম্প্রতি মারা গেলেন রমেশ টিকারাম তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

a) লেখক
b) ব্যাডমিন্টন প্লেয়ার
c) গায়ক
d) কোনটিই নই
Answer :- b) ব্যাডমিন্টন প্লেয়ার
সম্প্রতি মারা যাওয়া রমেশ টিকারাম তিনি ছিলেন ব্যাডমিন্টন প্লেয়ার।

৪) সম্প্রতি কোন আইআইটি ‘MediCAB’ নামে একটি Portable হাসপাতাল তৈরি করেছে?

a) IIT MADRAS
b) IIT KANPUR
c) IIT DELHI
d) কোনটিই নই
Answer :- a) IIT MADRAS
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (আইআইটি-এম) স্টার্ট-আপ মডুলাস হাউজিং, ‘মেডিক্যাব,’ নামে একটি Portable hospital ইউনিট তৈরি করেছে। এই ইউনিটটি চার ব্যক্তির দ্বারা দুই ঘন্টার মধ্যে যে কোনও জায়গায় ইনস্টল করা যেতে পারে। এটি সম্প্রতি কেরালার ওয়ায়নাড জেলায় চালু করা হয়েছে যেখানে ইউনিটগুলি COVID19 রোগীদের চিকিত্সার জন্য মোতায়েন করা হচ্ছে।

৫) সম্প্রতি ওসৌকা রাপোন্ডা কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন?

a) পোল্যান্ড
b) সুরিনাম
c) গ্যাবন
d) কোনটিই নই
Answer :- c) গ্যাবন
সম্প্রতি ওসৌকা রাপোন্ডা গ্যাবন -র প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন।

৬) সম্প্রতি ফেডেরাল ব্যাঙ্কের Managing Director ও CEO পদে পুনরায় কে নিযুক্ত হলেন?

a) অমিতাভ চৌধুরী
b) শ্যাম শ্রীনিবাসন
c) পার্থসারথি মুখোপাধ্যায়
d) কোনটিই নই
Answer :- b) শ্যাম শ্রীনিবাসন
2020 সালের 16 জুলাই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) শ্যাম শ্রীনিবাসনকে ফেডারাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ থেকে ২২ শে সেপ্টেম্বর, ২০২১ অবধি নিয়োগের অনুমোদন দেয়।

৭) সম্প্রতি, পাকিস্তান 700 MW মেগাওয়াট আজাদ পট্টন হাইডেল বিদ্যুৎ প্রকল্পের জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো?

a) Japan
b) USA
c) China
d) কোনটিই নই
Answer :- c) China
পাকিস্তান ও চীন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) ঝিলাম নদীর উপর 700 মেগাওয়াট আজাদ পট্টান হাইডেল বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

৮) সম্প্রতি হরেলা উৎসব উপলক্ষে কোন রাজ্য সরকার ‘স্মৃতি ভ্যান’ উদ্বোধন করেছে?

a) গোয়া
b) অরুণাচল প্রদেশ
c) উত্তরাখণ্ড
d) কোনটিই নই
Answer :- c) উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডে হরেলা উত্সব উপলক্ষে রাজ্যের বিখ্যাত লোক সংগীতশিল্পী প্রয়াত জিত সিং নেগীর স্মরণে বৃহস্পতিবার দেরাদুন জেলার আস্তল গ্রামে 'স্মৃতি ভ্যান' উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত।

৯) সম্প্রতি প্রয়াত রমেশ টিকারাম তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

a) লেখক
b) ব্যাডমিন্টন প্লেয়ার
c) গায়ক
d) কোনটিই নই
Answer :- b) ব্যাডমিন্টন প্লেয়ার
সম্প্রতি মারা যাওয়া রমেশ টিকারাম তিনি ছিলেন ব্যাডমিন্টন প্লেয়ার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর।  ২০০২ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন । 

১০) সম্প্রতি কোন মন্ত্রণালয় on-line “NISHTHA” প্রোগ্রাম চালু করেছে?

a) বাণিজ্য ও শিল্প মন্ত্রক
b) মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
c) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
d) কোনটিই নই
Answer :- b) মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এবং রাজ্য প্রতিমন্ত্রী (এমওএস) সঞ্জয় ধোত্রে সম্মিলিতভাবে স্কুল প্রধান ও শিক্ষকদের জন্য প্রথম অনলাইন জাতীয় উদ্যোগ “NISHTHA” কর্মসূচির আয়োজন করেছিলেন।


প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group




প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
ও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 
Join Our FB Group

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন