Top Current Affairs 19 MAY 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 19 May 2020 Top Current Affairs.
1) নিম্নলিখিতগুলির মধ্যে, কখন জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয়?
a) 15 May
b) 16 May
c) 17 May
d) কোনটিই নই
Answer: - b) 16 May
জাতীয় ডেঙ্গু দিবস ভারতে 16 ই মে অনুষ্ঠিত হয়। এর প্রধান লক্ষ্য হ'ল ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করা।
২) কোন দেশ সম্প্রতি Shingyun 201 and 202 নামে দুটি Satellite লঞ্চ করেছে?
a) জাপান
b) চীন
c) রাশিয়া
d) কোনটিই নই
Answer: - b) চীন
সম্প্রতি চীন Shingyun 201 and 202 নামে দুটি Satellite লঞ্চ করেছে
৩) সম্প্রতি কোন রাজ্য সরকার ‘রাজীব গান্ধী কিষান ন্যায় যোজনা’ চালু করতে চলেছে?
a) রাজস্থান
b) মহারাষ্ট্র
c) ছত্তিশগড়
d) কোনটিই নই
Answer:- c) ছত্তিশগড়
সম্প্রতি ছত্তিশগড় রাজ্য সরকার ‘রাজীব গান্ধী কিষান ন্যায় যোজনা’ চালু করতে চলেছে
ছত্তিশগড় সম্পর্কে - রাজধানী : রায়পুর
মুখ্যমন্ত্রী : ভূপেশ বাঘেল
রাজ্যপাল : আনুসুইয়া উইকে
৪) জম্মু ও কাশ্মীর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
a) মোহাম্মদ ইকবাল
b) শেখর শর্মা
c) যুবায়ের ইকবাল
d) কোনটিই নই
Answer: - c) যুবায়ের ইকবাল
জম্মু ও কাশ্মীর সরকার HDFC ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুবায়ের ইকবালকে ২০২০ সালের ১৫ ই মে জম্মু ও কাশ্মীর (J&K) ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছরের জন্য নিযুক্ত করেছে ।
৫) ‘World Telecommunication Day’ প্রতি বছর কবে পালিত হয়?
a) ১৭ মে
b) ১৮ মে
c) ১৫ মে
d) কোনটিই নই
Answer:- a) ১৭ মে
প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU) প্রতিষ্ঠার স্মারক হিসেবে ১৯৬৯ সালের ১৭ মে হতে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপুল সম্ভাবনা এবং একে সমাজ ও অর্থনীতির কল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে সকলকে সচেতন করাই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য।
৬) সম্প্রতি ভিক্টোরিয়া জলপ্রপাতটি আবার চালু হয়েছে, এটি কোন নদীর উপর নির্মিত?
a) জামবেজি নদী
b) যমুনা নদী
c) নীল নদী
d) কোনটিই নই
Answer :- a) জামবেজি নদী
সম্প্রতি আবারো চালু হওয়া ভিক্টোরিয়া জলপ্রপাতটি জামবেজি নদীর উপর নির্মিত। করোনভাইরাস মহামারীজনিত কারণে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি বন্ধ করার প্রায় দুই মাস পরে জাম্বিয়া জনগণের কাছে ভিক্টোরিয়া জলপ্রপাতটি পুনরায় খোলে।
৭) সম্প্রতি প্রকাশিত ভারতের রেজিস্ট্রার জেনারেলের তথ্য অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি শিশু মৃত্যুর হার আছে?
a) রাজস্থান
b) উত্তর প্রদেশ
c) মধ্য প্রদেশ
d) কোনটিই নই
Answer:- c) মধ্য প্রদেশ
সম্প্রতি প্রকাশিত ভারতের রেজিস্ট্রার জেনারেলের তথ্য অনুসারে মধ্য প্রদেশ রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি আছে
মধ্য প্রদেশ সম্পর্কে - রাজধানী : ভোপাল
মুখ্যমন্ত্রী : শিবরাজ সিং চৌহান
রাজ্যপাল : লালজি টন্ডন
৮) সম্প্রতি, ভারতীয় রেল যাত্রীদের জন্য কোন অ্যাপটিকে বাধ্যতামূলক করেছে?
a) আরোগ্য সেতু
b) কোভা পাঞ্জাব
c) করোনা কভচ
d) কোনটিই নই
Answer:- a) আরোগ্য সেতু
ভারতীয় রেলপথ যাত্রীদের ট্রেনে চলাচল করার জন্য আরোগ্য সেতু অ্যাপটিকে বাধ্যতামূলক করেছে। ভারতীয় রেলওয়ের ঘোষণাপত্রে যাত্রীরা যাত্রা শুরুর আগে তাদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা বাধ্যতামূলক হয়ে পড়েছে।
৯) নিম্নলিখিতগুলির মধ্যে ‘International Museum Day’ কখন পালিত হয়?
a) ১৭ মে
b) ১৮ মে
c) ১৫ মে
d) কোনটিই নই
Answer: - b) ১৮ মে
সম্প্রতি আন্তর্জাতিক যাদুঘর দিবসটি 18 মে পালিত হয়। 18 মে, 1983-তে জাতিসংঘ আন্তর্জাতিক জাদুঘর দিবস ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য যাদুঘরের গুরুত্ব বোঝার জন্য উদযাপিত হয়।
১০) সম্প্রতি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হন?
a) অজয় মাথুর
b) মনোজ আহুজা
c) শিব দাস মীনা
d) কোনটিই নই
Answer:- c) শিব দাস মীনা
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব শিব দাস মীনাকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন