Hot Posts

মে ১৮, ২০২০

18 May 2020 Top Current Affairs - Daily Current Affairs in Bengali - Current Affairs 2020 pdf free download

Top Current Affairs 18 MAY 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 18 May 2020 Top Current Affairs


1) International Day of Light (আন্তর্জাতিক আলোর দিবস) সম্প্রতি কবে পালিত হয়েছে?

a) 15 May
b) 16 May
c) 17 May
d) কোনটিই নই

Answer: - a) 15 May

প্রতিবছর ১৬ মে, রাষ্ট্রসংঘ পালন করে আন্তর্জাতিক আলোক দিবস (International Day of Light বা IDL) হিসেবে। এর মূল উদ্দেশ্য হলো আমাদের দৈনন্দিন জীবনে আলো-ভিত্তিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিশ্ব সচেতনতা গড়ে তোলা।  বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, সব ক্ষেত্রেই এই প্রযুক্তির অবদানের কথা সকলের সামনে তুলে ধরাই IDL-এর লক্ষ্য।


২) সম্প্রতি কোন রাজ্য ১৬ মে তার রাজ্য দিবস পালন করেছে?

a) সিকিম
b) মিজোরাম
c) মণিপুর
d) কোনটিই নই

Answer: - a) সিকিম

সম্প্রতি, ১৬ ই মে সিকিম তার রাজ্য দিবস পালন করেছে
সিকিম সম্পর্কে - রাজধানী : গাংটোক
মুখ্যমন্ত্রী : প্রেম সিং তামাং
রাজ্যপাল : গঙ্গা প্রসাদ


৩)  সম্প্রতি কে আদিবাসী যুবকদের দক্ষ করতে ‘GOAL’ প্রোগ্রাম চালু করেছেন?

a) রামনাথ কোবিন্দ
b) অর্জুন মুন্ডা
c) নরেন্দ্র মোদী
d) কোনটিই নই

Answer:- b) অর্জুন মুন্ডা

2020 সালের 15 মে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা ‘GOAL’ কর্মসূচি চালু করেছেন।


৪) সম্প্রতি আনিসুজ্জামান মারা গেছেন, তিনি কে ছিলেন?

a) চলচ্চিত্র অভিনেতা
b) গায়ক
c) লেখক
d) কোনটিই নই

Answer: - c) লেখক

পদ্মভূষণ প্রাপক এবং বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সম্প্রতি মারা যান। তিনি ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক।
আনিসুজ্জামান ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করা হয়।


৫) ‘ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে’ প্রতি বছর কবে পালন করা হয়?

a) ১৭ মে
b) ১৮ মে
c) ১৫ মে
d) কোনটিই নই

Answer:- a) ১৭ মে 

উচ্চ রক্তচাপ বৃদ্ধি (বিপি) সম্পর্কে জনসচেতনতা প্রচার এবং এই নীরব ঘাতককে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সকল দেশের নাগরিকদের উত্সাহিত করতে বিশ্ব হাইপারটেনশন ডে (WHD) বিশ্বব্যাপী 17 মে পালিত হয়। দিনটি 2005 সালের মে মাসে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছিল।


৬) সম্প্রতি কোন ইনস্টিটিউট MIR-AHD covid-19 Dashboard তৈরি করেছে?

a) IIT কানপুর
b) IIT খড়গপুর
c) IIT গান্ধীনগর
d) কোনটিই নই

Answer :- c) IIT গান্ধীনগর

আইআইটি গান্ধিনগর ইনস্টিটিউট এমআইআর-এএইচডি কোভিড -১৯ ড্যাশবোর্ড নামে একটি ইন্টারেক্টিভ কোভিড -১৯ ড্যাশবোর্ড তৈরি করেছে।

৭) আমেরিকান সশস্ত্র বাহিনী দিবস কখন পালিত হয়?

a) ১৫ মে
b) ১৬ মে
c) ১৭ মে
d) কোনটিই নই

Answer:- b) ১৬ মে

মার্কিন সশস্ত্র বাহিনী দিবস 16 ই মে উদযাপিত হয়। এই দিনটি প্রতি বছর মে মাসের তৃতীয় শনিবার পালিত হয়। তাই এ বছর এটি 16 ই মে উদযাপিত হয়েছে। বর্তমান মার্কিন রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প।

৮) সম্প্রতি কোন প্রকল্পটি সফলভাবে চার বছর পূর্ণ হয়েছে?

a) Ayushman Bharat Yojana
b) Pradhanmantri Ujjwala Yojana
c) Smart city Yojana
d) কোনটিই নই

Answer:- b) Ujjwala Yojana

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালের মে মাসে চালু হয়েছিল। এই প্রকল্পটি সফলভাবে কার্যকর হওয়ার চার বছর পূর্ণ করেছে।
৯) কোন রাজ্য পুলিশ করোনার যোদ্ধাদের জন্য ‘Thermal Corona Combat Headgear’ চালু করেছে?

a) মুম্বই পুলিশ
b) গোয়া পুলিশ
c) দিল্লি পুলিশ
d) কোনটিই নই

Answer: - c) দিল্লি পুলিশ

দিল্লি পুলিশ Thermal Corona Combat Headgear নামে প্রথম থার্মাল ডিটেকশন হেডগিয়ার পরিষেবা চালু করেছে এবং প্রবর্তন করেছে, যার মাধ্যমে পুলিশ কর্মীরা 10-15 মিটার দূরত্বে থেকে একটি বিশাল সংখ্যক মানুষের তাপমাত্রা সনাক্ত করতে সক্ষম হবে ।
দিল্লি সম্পর্কে - রাজধানী : নিউ দিল্লি
মুখ্যমন্ত্রী : অরবিন্দ কেজরিওয়াল
লে গভর্নর : অনিল বৈজাল


১০) জুবায়ের ইকবাল সম্প্রতি কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিযুক্ত হন?

a) জম্মু ও কাশ্মীর ব্যাংক
b) পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক
c) করুর বৈশ্য ব্যাংক
d) কোনটিই নই

Answer:- a) জম্মু ও কাশ্মীর ব্যাংক

জম্মু ও কাশ্মীর সরকার HDFC ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুবায়ের ইকবালকে ২০২০ সালের ১৫ ই মে জম্মু ও কাশ্মীর (J&K) ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছরের জন্য নিযুক্ত করেছে ।


প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group








প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন