Hot Posts

মে ২১, ২০২০

20 May Current Affairs in Bengali - Daily Current Affairs Question - Top 10 Current Affairs 2020 - Download Free PDF

Top Current Affairs 20 MAY 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 20 May 2020 Top Current Affairs

 




1) সম্প্রতি লকডাউন 4.0 কত তারিখ অবধি বাড়ানো হয়েছে?

a) 28 May
b) 29 May
c) 31 May
d) কোনটিই নই
Answer: - c) 31 May

লকডাউন 4.0 বাড়ানো হয়েছে 31 মে পর্যন্ত। এই লকডাউনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশিকা জারি করেছে।

২) “Wuhan Dairy:Dispatches From a Qurantined City” বইটি কোন লেখক লিখেছেন?

a) Fang Fang
b) Inuti Kam
c) Hunjung Kam
d) কোনটিই নইAnswer: - a) Fang Fang

“Wuhan Dairy:Dispatches From a Qurantined City” বইটি লিখেছেন চীনা লেখক ফাং ফাং। এই বইটি হার্পার নন ফিকশন প্রকাশ করেছে।

৩) সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু পঞ্চমবারের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন??

a) পোল্যান্ড
b) ইস্রায়েল
c) স্কটল্যান্ড
d) কোনটিই নইAnswer:- b) ইস্রায়েল

বেঞ্জামিন নেতানিয়াহু আবারো পঞ্চমবারের মতো ইস্রায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, এই চুক্তিতে নেতানিয়াহু আগামী 18 মাসের জন্য প্রধানমন্ত্রী থাকবেন এবং বেনি গ্যান্টজ প্রতিরক্ষামন্ত্রী থাকবেন।

৪) সম্প্রতি ভারত কোন দেশে 30000 কোভিড-19 টেস্ট কিট সরবরাহ করেছে?

a) মালদ্বীপ
b) নেপাল
c) বাংলাদেশ
d) কোনটিই নইAnswer: - b) নেপাল

সম্প্রতি ভারত নেপালে 30000 কোভিড-19 টেস্ট কিট সরবরাহ করেছে.

৫) ‘ন্যাশনাল মাইগ্রান্ট ইনফর্মেশন সিস্টেম’ Dash board সম্প্রতি কোন সংস্থা তৈরী করলো?

a) IIT দিল্লী
b) IIT কানপুর
c) NDMA
d) কোনটিই নইAnswer:- c) NDMA

সম্প্রতি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আথরিটি (NDMA ) ‘ন্যাশনাল মাইগ্রান্ট ইনফর্মেশন সিস্টেম’ নামে একটি অনলাইন Dash board তৈরী করছে

৬)  সম্প্রতি National Real Estate Development Council এর নতুন Director General পদে কে নিযুক্ত হন?

a) বিজয় অরোরা
b) রাজেশ গোয়েল
c) রোহিত ভার্মা
d) কোনটিই নইAnswer :- b) রাজেশ গোয়েল

রাজেশ গোয়েল রিয়েল এস্টেট সংস্থা ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিলের ((NAREDCO) নতুন মহাপরিচালক (DG) পদে সম্প্রতি নিযুক্ত হন ।

৭) সম্প্রতি প্রকাশিত গাইডলাইন অনুসারে আরোগ্য সেতু অ্যাপের ডেটা কতদিন পর্যন্ত রাখা যাবে?

a) ১৮০ দিন
b) ১৭০ দিন
c) ১৬০ দিন
d) কোনটিই নইAnswer:- a) ১৮০ দিন

সম্প্রতি প্রকাশিত গাইডলাইন অনুসারে আরোগ্য সেতু অ্যাপের ডেটা ১৮০ দিন পর্যন্ত রাখা যেতে পারে ।

৮) কোন রাজ্য সরকার সম্প্রতি ‘চরণ পাদুকা’ প্রচার শুরু করেছে?

a) মধ্য প্রদেশ
b) কর্ণাটক
c) উত্তর প্রদেশ
d) কোনটিই নইAnswer:- a) মধ্য প্রদেশ

মধ্য প্রদেশে, এক প্রকারের প্রথম উদ্যোগে, রাজ্য দিয়ে প্রবাসী শ্রমিকদের জন্য চরণ পাড়ুকা প্রচার শুরু করা হয়েছে।  এই অভিযানের আওতায় খালি পায়ে অভিবাসী শ্রমিকদের ব্যথা কমাতে জুতা এবং চপ্পল সরবরাহ করা হচ্ছে।
মধ্য প্রদেশ সম্পর্কে - রাজধানী : ভোপাল
মুখ্যমন্ত্রী : শিবরাজ সিং চৌহান
রাজ্যপাল : লালজি টন্ডন

৯) ‘আন্তর্জাতিক যাদুঘর দিবসটি ’ সম্প্রতি কবে পালিত হল?

a) ১৭ মে
b) ১৮ মে
c) ১৫ মে
d) কোনটিই নইAnswer: - b) ১৮ মে

সম্প্রতি আন্তর্জাতিক যাদুঘর দিবসটি 18 মে পালিত হয়। 18 মে, 1983-তে জাতিসংঘ আন্তর্জাতিক জাদুঘর দিবস ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য যাদুঘরের গুরুত্ব বোঝার জন্য উদযাপিত হয়।

১০) কোন দেশ ‘আম্ফান’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে?

a) থাইল্যান্ড
b) অস্ট্রেলিয়া
c) বাংলাদেশ
d) কোনটিই নইAnswer:- a) থাইল্যান্ড

থাইল্যান্ড ‘আম্ফান’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে.



প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group






প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন