Hot Posts

মে ৩০, ২০২০

28th May Current Affairs 2020 in Bengali - Current AffairsToday - Free Daily Current Affairs for all Govt Exam

Top Current Affairs 28 MAY 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 28 May 2020 Top Current Affairs

 





১) চাম্বায় চারধাম প্রকল্পের আওতায় নির্মিত টানেলটি সম্প্রতি কে উদ্বোধন করেছেন?

a) নরেন্দ্র মোদী
b) রামনাথ কোবিন্দ
c) নিতিন গডকরি
d) কোনটিই নই

Answer :- c) নিতিন গডকরি 

চারধাম প্রকল্পের আওতায় নির্মিত রাস্তার অংশ হিসাবে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকারি চাম্বায় 440 মিটার দীর্ঘ সুড়ঙ্গ উদ্বোধন করেছেন। এই টানেলটি চারধাম হাইওয়ের (এনএইচ 94) হৃষীকেশ-ধরসু এবং গঙ্গোত্রি বিভাগে যাত্রীদের নেওয়া সময়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।

২) নিম্নলিখিত দিনগুলির মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী কখন পালিত হয়?

a) 25 মে
b) 26 মে
c) 27 মে
d) কোনটিই নই
Answer:- c) 27 মে

প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী প্রতি বছর 27 শে মে পালিত হয়।

৩) সম্প্রতি IMF কোভিড-১৯ এর সাথে লড়াই করতে কোন দেশকে 700 মিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছে?

a) শ্রীলঙ্কা
b) বাংলাদেশ
c) মায়ানমার
d) কোনটিই নই

Answer:- c) মায়ানমার

সম্প্রতি IMF কোভিড-১৯ এর সাথে লড়াই করতে মায়ানমার কে 700 মিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছে


৪)  সিঙ্গাপুরে ভারতের হাই কমিশনার পদে সম্প্রতি কে নিযুক্ত হন?

a) জাভেদ আশরাফ
b) প্রেম কে নায়ার
c) পেরিয়াসামি কুমারান
d) কোনটিই নই

Answer :- c) পেরিয়াসামি কুমারান

পেরিয়াসামি কুমারান মঙ্গলবার সিঙ্গাপুরে ভারতের হাই কমিশনার পদে নিযুক্ত হন। তিনি জাভেদ আশরাফকে প্রতিস্থাপন করবেন, যিনি ২০১৬ সালের নভেম্বরে সিঙ্গাপুরে ভারতের হাই কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

৫) পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মুজতাবা হুসেন সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

a) সাংবাদিক
b) ফুটবলার
c) লেখক
d) কোনটিই নই

Answer :- c) লেখক

বিখ্যাত উর্দু লেখক ও কৌতুকবিদ মুজতবা হুসেন 84 বছর বয়সে তেলঙ্গানার হায়দরাবাদে দীর্ঘকালীন অসুস্থতার পরে সম্প্রতি মারা গেছেন।

৬) সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক দেশের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে মাস্টারকার্ডের সাথে চুক্তি করলো?

A) ফিনো পেমেন্ট ব্যাংক
b) ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক
c) এয়ারটেল পেমেন্ট ব্যাংক
d) কোনটিই নই

Answer :- c) এয়ারটেল পেমেন্ট ব্যাংক

সম্প্রতি এয়ারটেল পেমেন্ট ব্যাংক দেশের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে মাস্টারকার্ডের সাথে চুক্তি করলো

৭) সম্প্রতি Oriental Insurance কোম্পানির নতুন CMD পদে কে নিযুক্ত হন?

a) Sikha Sharma
b) Manjula Sharma
c) SN Rajeswari
d) কোনটিই নই

Answer :- c) SN Rajeswari

এসএন রাজেশ্বরী সম্প্রতি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির নতুন সিএমডি হয়েছেন।

৮) সম্প্রতি কে নিউ ডেভলপমেন্ট ব্যাংকের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?

a) Marcos Roy
b) Marcos Smith
c) Marcos Troyjo
d) কোনটিই নই

Answer :- c) Marcos Troyjo

মার্কোস ট্রয়েজো নিউ ডেভলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এনডিবির বিশেষ বোর্ড অব গভর্নর সভা চলাকালে সর্বসম্মতভাবে তাকে নির্বাচিত করা হয়েছিল। তিনি 2020 সালের 7 জুলাই থেকে এনডিবির রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেবেন

৯) ফেসবুক নতুন একটি কলিং অ্যাপ্লিকেশন চালু করেছে যার নাম দেওয়া হয়েছে?

a) CatchMe   
b) CatchUp
c) CallMe
d) কোনটিই নই

Answer :- b) CatchUp

সম্প্রতি ফেসবুক একটি নতুন কলিং অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার নাম দেওয়া হয়েছে "ক্যাচআপ"।

১০) ‘The Emperor of All Maladies: A Biography of Cancer’ শীর্ষক গ্রন্থটির রচয়িতা কে?

a) প্রমিলা জয়পাল
b) সিদ্ধার্থ মুখোপাধ্যায়
c) দীপক চোপড়া
d) কোনটিই নই

Answer :- b) সিদ্ধার্থ মুখোপাধ্যায়

‘The Emperor of All Maladies: A Biography of Cancer’ শীর্ষক গ্রন্থটির রচয়িতা হলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়।



প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group






প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন