Top Current Affairs 30 MAY 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 30 May 2020 Top Current Affairs.
১) সম্প্রতি কেরালার নতুন মুখ্যসচিব পদে কে নিযুক্ত হয়েছেন?
a) অনিল কিশোর
b) বিশ্বাস মেহতা
c) মহেশ পলাশিকার
d) কোনটিই নই
Answer :- b) বিশ্বাস মেহতা
সিনিয়র IAS Officer বিশ্বাস মেহতাকে কেরালার নতুন মুখ্যসচিব পদে সম্প্রতি নিয়োগ করা হয়েছে।
২) সম্প্রতি, বিখ্যাত ব্যক্তি 'অজিত জোগি' মারা গেছেন, তিনি কোন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন?
a) ছত্তিসগড়
b) তেলঙ্গানা
c) ঝাড়খণ্ড
d) কোনটিই নই
Answer:- a) ছত্তিসগড়
সম্প্রতি, বিখ্যাত ব্যক্তি 'অজিত জোগি' মারা গেছেন (29 April 1946 – 29 May 2020) তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, তিনি ভারতের ছত্তিসগড় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
৩) সম্প্রতি ‘World Bank Group’ এর চিপ ইকোনমিস্ট হিসাবে কে নিযুক্ত হলেন?
a) আনশুলা কান্ত
b) কারম্যান রেইনহার্ট
c) শাওলিন ইয়াং
d) কোনটিই নই
Answer :- b) কারম্যান রেইনহার্ট
সম্প্রতি কারম্যান রেইনহার্ট ‘World Bank Group’ এর চিপ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত হলেন
৪) সম্প্রতি থিয়েরি ডেলাপোর্টে কোন কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হন?
a) Tata Consultancy service
b) Infosys
c) Wipro
d) কোনটিই নই
Answer :- c) Wipro
উইপ্রো থিয়েরি ডেলাপোর্ট কে তার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করেছেন।
৫) সম্প্রতি বেজন দারুওয়ালা মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?
a) সাংবাদিক
b) জ্যোতিষী
c) লেখক
d) কোনটিই নই
Answer :- b) জ্যোতিষী
সম্প্রতি, বিখ্যাত জ্যোতিষী বেজন দারুওয়ালা 29 মে 2020-এ মারা গেছেন। ৯০ বছর বয়সে গুজরাটের আহমেদাবাদের একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি বিভিন্ন কৌশলের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করতেন।
৬) সম্প্রতি এয়ারটেল পেমেন্ট ব্যাংক দেশের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে কার সাথে চুক্তি করলো?
A) Visa
b) Master card
c) Paytm
d) কোনটিই নই
Answer :- b) Master card
সম্প্রতি এয়ারটেল পেমেন্ট ব্যাংক দেশের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে মাস্টারকার্ডের সাথে চুক্তি করলো
৭) সম্প্রতি SN Rajeswari কোন Insurance কোম্পানির নতুন CMD পদে কে নিযুক্ত হন?
a) United India Insurance
b) Bajaj Allianz Life Insurance
c) Oriental Insurance Company
d) কোনটিই নই
Answer :- c) Oriental Insurance Company
এসএন রাজেশ্বরী সম্প্রতি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির নতুন সিএমডি পদে নিযুক্ত হয়েছেন।
৮) সম্প্রতি "Rajiv Gandhi Kisan Nyay Yojana" কোন রাজ্যে চালু হয়েছে?
a) গুজরাট
b) ছত্তিসগড়
c) হরিয়ানা
d) কোনটিই নই
Answer :- b) ছত্তিসগড়
সম্প্রতি ছত্তিসগড় রাজ্যে “রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা” চালু হয়েছে । কোভিড -১৯ মহামারীর মধ্যে এই প্রকল্পটির লক্ষ্য রাজ্যের গ্রামীন অর্থনীতিতে উত্সাহিত করা। ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল।
৯) সম্প্রতি NAREDCO (National Real Estate Development Council) -এর নতুন Director General পদে কে নিযুক্ত হলেন?
a) সুনীল মেহেতা
b) বি আর শর্মা
c) রাজেশ গোয়েল
d) কোনটিই নই
Answer :- c) রাজেশ গোয়েল
রাজেশ গোয়েল রিয়েল এস্টেট সংস্থা ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিলের ((NAREDCO) নতুন মহাপরিচালক (DG) পদে সম্প্রতি নিযুক্ত হন।
১০) সম্প্রতি কোন রাজ্য সরকার ‘Didi Vehicle Service’ লঞ্চ করলো?
A) উড়িষ্যায়
b) মধ্য প্রদেশ
c) মহারাষ্ট্র
d) কোনটিই নই
Answer :- b) মধ্য প্রদেশ
সম্প্রতি উপজাতি অধ্যুশ্যিত ঝাবুয়া জেলায় গর্ভবতী মহিলাদের পরিষেবা দেওয়ার জন্য Didi Vehicle Service লঞ্চ করলো মধ্যপ্রদেশ সরকার।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন