Top Current Affairs 19 April 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 19 April 2020 Top Current Affairs.
১) কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য সম্প্রতি একটি মোবাইল অ্যাপ চালু করেছে, সেটির নাম হল?
a) Kisan Rath
b) Kisan Shakti
c) Kisan Seba
d) কোনটিই নই
Answer: - a) Kisan Rath
সম্প্রতি, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ১৭ এপ্রিল ২০২০ তে ‘Kisan Rath’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন। করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন (কোভিড -১৯) ৩ মে অবধি ঘোষণা করা হয়েছে। এই লকডাউনে কৃষকরা ফসল ও শাকসবজি বিক্রি করতে অনেক সমস্যায় পড়ছেন। কৃষকদের এই সমস্যা বিবেচনা করে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই অ্যাপটি চালু করেছেন
২) সম্প্রতি 'বিশ্ব ঐতিহ্য দিবস' কবে পালিত হল?
a) ১৯ এপ্রিল
b) ১৮ এপ্রিল
c) ১৭ এপ্রিল
d) কোনটিই নই
Answer: - b) ১৮ এপ্রিল
প্রতি বছর ১৮ এপ্রিল পালন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবস। এই দিন সারা বিশ্বের প্রায় সব ঐতিহ্যবাহী স্থানে নানা ধরনের অনুষ্ঠান হয় স্থানীয় কৃষ্টির কথা মাথায় রেখে। এই দিবসটি সংস্কৃতি, ঐতিহ্য এবং স্মৃতিস্তম্ভের ইতিহাস সম্পর্কিত সচেতনতা ছড়াতে পালন করা হয়। প্রতি বছরই কোনও না কোনও থিম থাকে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে-তে এবছরের থিম ছিল সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্য রক্ষার দায়িত্ব সকলের মধ্যে ছড়িয়ে দিতে।
৩) কোন রাজ্য সরকার সম্প্রতি ‘Assess Koro Na’ মোবাইল অ্যাপ চালু করেছে??
a) দিল্লী
b) উত্তরপ্রদেশ
c) কর্ণাটক
d) কোনটিই নই
Answer: - a)দিল্লী
দিল্লি সরকার ঘরে ঘরে সার্ভে করার জন্য ২০২০ সালের ১৭ এপ্রিল ‘Assess Koro Na’ অ্যাপ্লিকেশন চালু করে। অ্যাপ্লিকেশনটি দিল্লীর সমস্ত কোভিড -১৯ কনটেন্টমেন্ট জোনগুলিতে চালু করা হয়েছে।
রাজধানীঃ- নতুন দিল্লি
রাজ্যপাল:- অনিল বৈজাল , আইএএস
মুখ্যমন্ত্রীঃ-অরবিন্দ কেজরিওয়াল ( এএপি )
উপ-মুখ্যমন্ত্রীঃ-মনীষ সিসোদিয়া ( এএপি
৪) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় কোন রাজ্য খাদ্যশস্য বিতরণের রেকর্ড করেছে?
a) উত্তরপ্রদেশ
b) রাজস্থান
c) মহারাষ্ট্র
d) কোনটিই নই
Answer: - a) উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় খাদ্যশস্য বিতরণের রেকর্ড তৈরি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে রাজ্যের প্রত্যেক অভাবী লোককে বর্তমান পরিস্থিতিটির কারণে খাবার, রেশন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে।
উত্তর প্রদেশ
রাজধানী:- লখনউ
মুখ্যমন্ত্রী:- যোগী আদিত্যনাথ
রাজ্যপাল:- আনন্দীবেন প্যাটেল
৫) কোন রাজ্য সরকার সম্প্রতি ই-লার্নিংয়ের জন্য ‘SMILE’ প্রকল্প শুরু করেছে?
a) রাজস্থান
b) হরিয়ানা
c) উত্তরপ্রদেশ
d) কোনটিই নই
Answer:- a) রাজস্থান
রাজ্য জুড়ে সিওভিড -১৯ লকডাউন চলাকালীন ই-লার্নিংয়ের জন্য রাজস্থান রাজ্য শিক্ষা দফতর স্মাইল প্রকল্প শুরু করেছে।
রাজধানী:-জয়পুর
রাজ্যপাল:- কল্যাণ সিংহ
মুখ্যমন্ত্রী:- বসুন্ধরা রাজে (বিজেপি)
৬) সম্প্রতি ‘World Bank-IMF’ উন্নয়ন কমিটির বৈঠকে কে ভারতের প্রতিনিধিত্ব করেছেন??
a) নির্মলা সীতারামণ
b) অমিত শাহ
c) ডঃ হর্ষ বর্ধন সিংহ
d) কোনটিই নই
Answer: - a) নির্মলা সীতারামণ
2020 সালের 17 এপ্রিল ভারত বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উন্নয়ন কমিটির সভায় অংশ নিয়েছিল। ভারতের প্রতিনিধি ছিলেন অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামণ।
৭) “Shuttling to the Top: The Story of P.V. Sindhu” বইটির লেখক কে?
a) নলিন মেহতা
b) ভি কৃষ্ণস্বামী
c) সামিট বল
d) কোনটিই নই
Answer: - b) ভি কৃষ্ণস্বামী
ক্রীড়া সাংবাদিক ভি কৃষ্ণস্বামীর রচিত “Shuttling to the Top: The Story of P.V. Sindhu” শীর্ষক বইটি ২০২০ সালের ১৩ এপ্রিল প্রকাশিত হয়েছে। বইটিতে ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর জীবনকাল থেকে শুরু করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যাত্রা বর্ণনা করা হয়েছে।
P.V. Sindhu:- পুসারলা ভেঙ্কট সিন্ধু (৫ জুলাই ১৯৯৫) একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ১০ আগস্ট ২০১৩ সালে, সিন্ধু প্রথম ভারতীয় মহিলা একক খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন। ৩০ মার্চ ২০১৫ সালে, তিনি পদ্মশ্রী পুরস্কার পান।
৮) সম্প্রতি কোন ব্যাংক সামাজিক দুরত্বের জন্য ‘সুরক্ষা গ্রিড প্রচার’ শুরু করেছে?
a) HDFC BANK
b) ICICI BANK
c) AXIS BANK
d) কোনটিই নই
Answer: - a) HDFC BANK
এইচডিএফসি ব্যাংক সামাজিক দূরত্বকে উত্সাহিত ও জোরদার করতে এইচডিএফসি ব্যাংক সেফটিগ্রিড প্রচার শুরু করেছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা : আদিত্য পুরী
সদর দফতর : মুম্বই
প্রতিষ্ঠিত : 1994 আগস্ট
৯) কোন রাজ্যের গবেষণা ইনস্টিটিউট স্বল্প মূল্যের COVID-19 ডায়াগনস্টিক কিট ‘Chitra Gene LAMP-N’ তৈরি করেছে??
a) কেরল
b) উত্তর প্রদেশ
c) আসাম
d) কোনটিই নই
Answer: - a) কেরল
কেরালার একটি গবেষণা ইনস্টিটিউট ‘চিত্রা জিন এলএএমপি-এন’ নামক সিওভিড -১৯ ভাইরাস সনাক্ত করতে স্বল্প ব্যয়ের ডায়াগনস্টিক টেস্ট কিট তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন -সিপিআই (এম)
রাজ্যপাল : আরিফ মোহাম্মদ খান
রাজধানী : তিরুবনন্তপুরম
১০) সম্প্রতি ‘World Voice Day’ কবে পালিত হল এবং এবছর থিম কি ছিল ?
a) ১৬ এপ্রিল
b) ১৭ এপ্রিল
c) ১৮ এপ্রিল
d) কোনটিই নই
Answer: - a) ১৬ এপ্রিল, থিম ছিল- ‘Focus On Your Voice’
The theme of World Voice Day 2020 in ‘Focus On Your Voice’ and is observed every year on 16 April
১১) International Weightlifting Federation-এর সভাপতি পদ থেকে কে পদত্যাগ করলেন?
a) নিকু ভলাদ
b) পেটর ক্রোল
c) টমাস আজান
d) কোনটিই নই
Answer: - c) টমাস আজান
দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি টমাস আজান International Weightlifting Federation-এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন
সদর দপ্তর : বুদাপেস্ট, হাঙ্গেরি
প্রতিষ্ঠিত : 1905
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন