আপনার নাম কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলে, সহজেই ধান বিক্রয়ের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
যদি আপনি অ-নথিভুক্ত বর্গাদার হন অথবা আপনার নাম কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত না থাকে তাহলে আপনার জমিসংক্রান্ত স্ব-ঘোষণাপত্র (নির্দিষ্ট বয়ান অনুযায়ী, যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ) দিয়েও আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন।
আপনি বাড়িতে বসেও https://epaddy.wb.gov.in/ পোর্টালে নিজের আধার যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে এই রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে e-Kyc (আঙুলের ছাপ বা চোখের মণির মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আধারযুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে অথেন্টিকেশন) সম্পূর্ণ করতে হবে। এ বছরে আপনি নিকটবর্তী সরকারি ধান ক্রয় কেন্দ্রে (CPC / mCPC / PPS চালিত ক্রয় কেন্দ্র) আর BSK বা Block Food Inspector's Office-এ যোগাযোগ করতে পারেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যা কৃষকবন্ধু পোর্টালে আছে তা আপনাকে দেখানো হবে, আপনি চাইলে তা পরিবর্তন করতে পারেন। আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নোডাল ব্যাঙ্ক থেকে যাচাই করার পরই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে।
ধান বিক্রি করার সময় কী কী কাগজপত্র দরকার
ধান বিক্রি করার জন্য কৃষককে প্রথমে https://epaddy.wb.gov.in/ওয়েবসাইটের 'Farmer Self - Scheduling' মেনু থেকে তাঁর জেলার মধ্যে একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নিতে হবে ও ধান বিক্রির জন্যে একটি দিন ও স্লট স্থির করতে হবে। সাধারণত একটি ধান ক্রয় কেন্দ্রে একদিনে ৬০ জন কৃষকের থেকে ধান ক্রয় করা হয়।
কৃষক কেন্দ্র ও দিন স্থির করে নিলে তাঁকে ওয়েবসাইট থেকে একটি রসিদ দেওয়া হয়। ধান বিক্রির জন্যে নির্দিষ্ট দিনে ওই রসিদ এবং আধার-সংযুক্ত মোবাইল নিয়ে কৃষককে ধানসহ ক্রয় কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় নথি কি কি লাগবে -
১. ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট (FRC), ২. ভোটার কার্ড, ৩. আধার কার্ড, ৪. জমির কাগজ (অনথিভুক্ত বর্গাদারের জন্য নয়), ৫. ব্যাঙ্ক-এর পাসবই - এই গুলির আসল সঙ্গে রাখা ভালো।
এ বছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২,৩৬৯/- টাকা।
স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি (CPC) বা মোবাইল CPC-গুলিতে ধান বিক্রি করলে, কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০/- টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে। অর্থাৎ, কুইন্টাল প্রতি ধানের মূল্য বাবদ কৃষক ২,৩৮৯/- টাকা পাবেন।
এই টাকা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ধান বিক্রির পর তিনটি কাজের দিনের মধ্যে, সরাসরি জমা হবে।
একজন চাষী গোটা বছরে সর্বাধিক ৯০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন। অবশ্য সর্বাধিক বিক্রয়যোগ্য ধানের পরিমাণ, কৃষকবন্ধু পোর্টালে দেওয়া জমির পরিমান অথবা BDO অনুমোদিত চাষযোগ্য জমির পরিমাণের (কৃষকবন্ধু নেই এমন কৃষকদের জন্য) উপর নির্ভর করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন