Top Current Affairs 18 April 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 18 April 2020 Top Current Affairs.
১) সম্প্রতি WWF(World Wide Fund) ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করেছে?
a) রোহিত শর্মা
b) বিরাট কোহলি
c) বিশ্বনাথ আনন্দ
d) কোনটিই নই
উত্তর- c) বিশ্বনাথ আনন্দ
পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ পরিবেশ শিক্ষা প্রোগ্রামের রাষ্ট্রদূত হিসাবে WWF (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড) ভারতে যোগদান করেছেন।
World Wide Fund (WWF) India
সদর দফতর: নয়াদিল্লি
প্রতিষ্ঠিত : 27 নভেম্বর 1969
President : Jamshyd N. Godrej
২) সম্প্রতি, কোন রাজ্য সরকার হোম ডেলিভারি পরিষেবা চালু করতে ‘Cghaat’ ওয়েবসাইট চালু করেছে?
a) ছত্তিশগড়
b) মহারাষ্ট্র
c) পাঞ্জাব
d) কোনটিই নই
উত্তর- a) ছত্তিশগড়
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, লকডাউনের সময় ফল এবং শাকসবজী হোম ডেলিভারি সরবরাহের জন্য সম্প্রতি ‘Cghaat’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে।
ছত্তিসগড়ের গভর্নর: আনুসুইয়া উকেই
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী: ভূপেশ বাঘেল
এই রাজ্যের রাজধানীঃ রায়পুর
৩) সম্প্রতি, কোন রাজ্য সরকার তার আটকে পড়া নাগরিকদের 3500 টাকা দেওয়ার ঘোষণা করেছে?
a) অরুণাচল প্রদেশ
b) উত্তরপ্রদেশ
c) কর্ণাটক
d) কোনটিই নই
উত্তর- a) অরুণাচল প্রদেশ
অরুণাচল প্রদেশ সরকার দেশব্যাপী লকডাউনের মধ্যে রাজ্যের বাইরে আটকা পড়া প্রতিটি অরুণাচলিকে ৩৫০০ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
রাজধানী : ইটানগর
মুখ্যমন্ত্রী : পেমা খান্ডু
রাজ্যপাল- বি ডি মিশ্র
৪) সম্প্রতি 'আরভি ভুসকুট' মারা গেছেন, তিনি কে ছিলেন ?
a) লেখক
b) মুক্তিযোদ্ধা
c) অভিনেতা
d) কোনটিই নই
উত্তর:- b) মুক্তিযোদ্ধা
ভারতের ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা আর ভি ভুসকুট দীর্ঘকালীন অসুস্থতায় মারা যান, মৃত্যুকালে তার বয়স ছিল ৯৪ বছর ।
৫) কোন মোবাইল অ্যাপ্লিকেশন 13 দিনের মধ্যে সর্বাধিক ডাউনলোডের জন্য বিশ্ব রেকর্ড তৈরি করেছে?
a) করোনা কেয়ার
b) করোনা কভচ
c) আরোগ্য সেতু
d) কোনটিই নই
উত্তর- c) আরোগ্য সেতু
করোনাভাইরাস সংক্রমণ সনাক্ত করতে ভারত সরকার কিছুদিন আগে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ চালু করেছিল। একই সময়ে, এখন এই মোবাইল অ্যাপটি একটি নতুন রেকর্ড তৈরি করেছে। মাত্র 13 দিনে 5 কোটি লোক আরোগ্য সেতু মোবাইল অ্যাপটি ডাউনলোড করেছেন। এটির সাহায্যে এখন এই অ্যাপটি বিশ্বের সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
৬) ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস’ প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
a) ১৭ এপ্রিল
b) ১৮ এপ্রিল
c) ১৯ এপ্রিল
d) কোনটিই নই
উত্তর- a) ১৭ এপ্রিল
হিমোফিলিয়া সম্পর্কে সারা বিশ্ব জুড়ে সচেতনতা গড়ে তুলতে এটি প্রতিবছর 17 এপ্রিল, হেমোফিলিয়ার ওয়ার্ল্ড ফেডারেশন এর প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক শানাবেলের জন্মদিনের তারিখে অনুষ্ঠিত হয়। বিশ্ব হিমোফিলিয়া দিবসের এই বছরের মূল বার্তা ( থিম) হল- "Get+involved“
৭) সম্প্রতি MTNL-এর CMD পদে কে নিযুক্ত হলেন ?
a) পি কে পুরওয়ার
b) প্রতীক সিনহা
c) জি.সতিশ রেড্ডি
d) কোনটিই নই
উত্তর- a) পি কে পুরওয়ার
বিএসএনএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পি কে পূর্বওয়ার মহানগর টেলিফোন নিগম লিমিটেডের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন
৮) দুবাই এর CricKingdom ক্রিকেট একাডেমীর ব্রান্ড এম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
a) রোহিত শর্মা
b) বিরাট কোহলি
c) মেহেন্দ্র সিং ধোনী
d) কোনটিই নই
উত্তর- a) রোহিত শর্মা
ভারতের সীমিত ওভারের সহ-অধিনায়ক, রোহিত শর্মা দুবাই এ অবস্থিত একটি ক্রিকেট একাডেমী 'ক্রিককিংডম'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন । COVID-19 মহামারীটি কমার পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোচিংয়ের সুযোগ দেবে।
রোহিত শর্মা-
একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৫০ রানের কোটা অতিক্রম করে রেকর্ড গড়েন। ১৩ নভেম্বর, ২০১৪ তারিখে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত খেলায় তিনি ব্যক্তিগত ২৬৪ রান সংগ্র হ করেন। এছাড়াও একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি ওডিআই ক্রিকেটে দুইবার ডাবল সেঞ্চুরি ক্রেন। তিনি ২০১৫ সালে অর্জুন পুরস্কার পান ।
৯) কোন রাজ্য সম্প্রতি 15 এপ্রিল প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?
a) হিমাচল প্রদেশ
b) উত্তর প্রদেশ
c) আসাম
d) কোনটিই নই
উত্তর--a) হিমাচল প্রদেশ
হিমাচল দিবস প্রতি বছর 15 এপ্রিল পালিত হয়। হিমাচল 1948 সালের 15 এপ্রিল গঠিত হয়েছিল এবং তখন থেকে 15 এপ্রিল হিমাচল দিবস হিসাবে পালিত হয়।
রাজ্যের রাজধানী:- শিমলা
ধর্মশালা(শীতকালে দ্বিতৃয় রাজধানী)
রাজ্যপাল:- বান্দারু দত্তাত্রেয়
মুখ্যমন্ত্রী:- জয়রাম ঠাকুর
১০) সম্প্রতি ক্রেডিট রেটিং এজেন্সি 'কেয়ার রেটিংস' এর নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে হয়েছেন?
a) রবীন্দ্র চৌধুরী
b) আশীষ পাটেকর
c) অজয় মহাজন
d) কোনটিই নই
উত্তর- c) অজয় মহাজন
সম্প্রতি ক্রেডিট রেটিং এজেন্সি 'কেয়ার রেটিংস' এর নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন অজয় মহাজন। কেয়ার রেটিংয়ের পরিচালনা পর্ষদ তার সভায় বোর্ড কর্তৃক গঠিত মনোনয়ন ও পারিশ্রমিক কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ করেছে।
১১) কোন ভারতীয় রাজ্য সরকার নাগরিকদের খাদ্যের প্রয়োজনে অন্নপূর্ণা ও সরবরাহ মিত্র পোর্টাল চালু করেছে??
a) উত্তর প্রদেশ
b) রাজস্থান
c) ছত্তিসগড়
d) কোনটিই নই
উত্তর- a) উত্তর প্রদেশ
উত্তর প্রদেশ সরকার COVID-19 সংকটে রাজ্যের মানুষের খাদ্য প্রয়োজনের সুবিধার্থে অন্নপূর্ণা পোর্টাল এবং সরবরাহ মিত্র পোর্টাল নামে দুটি পোর্টাল চালু করেছে। ইউরোপের কৃষি উত্পাদন কমিশনার অলোক সিনহা পোর্টালটি চালু করেন।
উত্তর প্রদেশঃ-
রাজধানী: লখনউ
মুখ্যমন্ত্রী: যোগী আদিত্যনাথ
রাজ্যপাল: আনন্দীবেন প্যাটেল
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন