Hot Posts

জুলাই ১৯, ২০২৫

ভোটার কার্ড ভেরিফিকেশন ডকুমেন্ট সমস্যার সমাধান |Voter card verification 2025 West Bengal |Voter List

SIR (Special Intensive Revision) 2025 বিভিন্ন প্রশ্নের উত্তর।



১) ভোটার তালিকায় নাম বজায় রাখতে কি জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক?


না।

২) ভোটার কার্ড ভেরিফিকেশানে কাদের কোনো ডকুমেন্টস দেখানোর দরকার নেই?


পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শেষবার হয়েছিল ২০০২ সালে। যাদের নাম ছিল এই ২০০২ সালের ভোটার তালিকায় তাদের কোনো ডকুমেন্টস দেখানোর দরকার নেই। শুধুমাত্র ১টি ভেরিফিকেশান ফর্ম ফিলাপ করলেই হবে, সেটাও BLO (Booth Level Officer) রা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফিলাপ করে দেবে অথবা নিজেও অনলাইন থেকে ফমটি ফিলাপ করতে পারেন। শুধুমাত্র এইটুকু কাজ করতে হবে।

৩) পরবর্তী প্রশ্ন আপনার বলবেন ২০০২ সালের ভোটার তালিকা আমরা তাহলে কোথায় পাবো?

পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হলে ECI বা Election Commission of India পক্ষ থেকে Voters service Porta এ (https://voters.eci.gov.in/) ২০০২ সালের লিষ্ট দেওয়া হবে, এখন যেরকম বিহারের জন্য দিয়ে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।

৪) ভোটার কার্ড ভেরিফিকাশনে কাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন?

 
পশ্চিমবঙ্গে ২০০২ সালের পর থেকে আজ পর্যন্ত যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বেই।

যাদের ডকুমেন্টস দেখাতে হবে তাহলে তারা কি কি ডকুমেন্ট দেখাবে?

1. যেকোনো কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/PSU (Public Sector Undertaking)-এর নিয়মিত কর্মচারী/পেনশনভোগী -কে জারি করা যেকোনো পরিচয়পত্র/পেনশন পেমেন্ট অর্ডার (PPO)I

2. সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাংক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক ০১.০৭.১৯৮৭ সালের পূবে ভারতে জারি করা যেকোনো পরিচয়পত্র/শংসাপত্র/নথিপত্র।

3. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দ্বারা জারি করা জন্ম শংসাপত্র (Birth Certificate)

4. পাসপোর্ট

5. স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন/শিক্ষাগত শংসাপত্র

6. উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র ।

7. বন অধিকার শংসাপত্র

৪. অন্যান্য বিসি/এসসি/এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যেকোনো জাতি শংসাপত্র

9. জাতীয় নাগরিক নিবন্ধন (যেখানেই থাকুক না কেন) National Register of Citizens (wherever it exists)

10.  রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন। (Family Register, prepared by State/Local authorities).

11. সরকারের যেকোনো জমি/বাড়ি বরাদ্দ শংসাপত্র (Any land/house allotment certificate by Government)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন