GK 2021 General Knowledge in Bengali Bengali GK 2021 - General Knowledge in Bengali
( সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
🔵ভারতের জাতীয় নদী কোনটি?
✅গঙ্গা।
🔵বিশ্বে কয়টি মহাদেশ আছে?
✅সাত।
🔵ভারতের রাজধানী কোনটি?
✅নতুন দিল্লি।
🔵ভারতকে ঘিরে থাকা দুটি সমুদ্রের নাম বলুন ?
✅আরব সাগর এবং বঙ্গোপসাগর।
🔵ভারতের উত্তর অংশে কোন পর্বতমালা অবস্থিত?
✅হিমালয়।
🔵বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি?
✅প্রশান্ত মহাসাগর।
🔵পৃথিবীর মাঝখান দিয়ে কোন অক্ষাংশ অতিক্রম করে?
✅নিরক্ষরেখা।
🔵ভারত কোন মহাদেশের অংশ?
✅এশিয়া।
🔵ভারতের একমাত্র মরুভূমি কোনটি?
✅থর মরুভূমি।
🔵বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
✅এভারেস্ট পর্বত।
🔵মানুষ কোন গ্যাস শ্বাস নেয়?
✅অক্সিজেন।
🔵কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
✅মঙ্গল গ্রহ।
🔵সৌরজগত কোন ছায়াপথের অংশ?
✅মিল্কিওয়ে গ্যালাক্সি।
🔵আমাদের জাতির পিতা কে?
✅মহাত্মা গান্ধী।
🔵ভারত শাসন করেছিলেন কে?
✅ব্রিটিশরা।
🔵ভারত কখন স্বাধীনতা লাভ করে?
✅১৯৪৭ সালে।
🔵ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
✅অশোক।
🔵সৌরজগতে কয়টি গ্রহ আছে?
✅আটটি।
🔵 উদ্ভিদের কোন অংশ?
✅মূল, কাণ্ড, পাতা, ফল এবং ফুল।
🔵কোন অঙ্গ রক্ত পাম্প করে?
✅হৃদয়।
🔵কী দিনের আলোর প্রধান উৎস কি?
✅সূর্য।
🔵মানুষের কয়টি কিডনি থাকে?
✅দুই।
🔵প্রজাতন্ত্র দিবস কখন পালিত হয়?
✅২৬ জানুয়ারী।
🔵ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
✅ জওহরলাল নেহেরু।
🔵তাজমহল কে নির্মাণ করেছিলেন?
✅শাহজাহান।
🔵জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন?
✅রবীন্দ্রনাথ ঠাকুর।
🔵কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয়?
✅সিংহ।
🔵ভারতের জাতীয় প্রাণী কোনটি?
✅বাঘ।
🔵ভারতে কোন পোষা প্রাণী প্রচলিত?
✅কুকুর এবং বিড়াল।
🔵কোন প্রাণী এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়?
✅বানর।
🔵কোন প্রাণী সবচেয়ে লম্বা?
✅ জিরাফ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন