Hot Posts

সেপ্টেম্বর ১০, ২০২৪

WB ICDS EXAM 2023-2025 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার নতুন সিলেবাসের বাছাই করা কিছু প্রশ্ন উত্তর 2024-2025

  


 

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার নতুন সিলেবাসের বাছাই করা কিছু প্রশ্ন উত্তর 2024-2025 

অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার উদ্দেশ্য(Purpose of starting Anganwadi Centre ) 

 অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার উদ্দেশ্য গুলি হল:- 

১. গ্রামের প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। 

২. গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সঠিকভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ প্রদান করা। 

৩. গ্রামের গর্ভবতী মহিলার এবং প্রসূতি মা ও তার সদ্যোজাত শিশুর প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা। 

৪. সদ্যোজাত শিশুদের পোলিও খাওয়ানো ও বিভিন্ন রোগের প্রতিশোধক টিকার ব্যবস্থা করা এছাড়া গ্রামের সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন করা। 

৫. গ্রামের বিবাহিত মহিলাদের জন্মনিয়ন্ত্রণ, ও জনসংখ্যার সমস্যা এবং পুষ্টি নিয়ে সময়োপযোগী পরামর্শ ও শিক্ষাদান করা। 

৬. প্রতিটি গ্রামের প্রতিবন্ধী শিশু তথা সমস্ত প্রতিবন্ধীদের তালিকা তৈরি ও তাদের জীবন ধারণের ব্যবস্থা করা। 


অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ 

অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজগুলি হলো:-

১. গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব ও প্রসবতার সুস্থতা নিশ্চিত করা।

২. নবজাতক শিশু ও মায়ের রোগ দ্রুত নির্মম করা এবং যত্নের ব্যবস্থা করা। 

৩. গ্রামের সমস্ত নবজাতক শিশু থেকে ছয় বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা। 

৪. গ্রামের গর্ভবতী মহিলা প্রসূতি মা এবং ০.৬ বছর বয়সী শিশুর প্রয়োজনীয় পুষ্টি প্রদান করা।

৫. ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা। 

৬. গ্রামের প্রতিটি শিশুর মন ও শরীর সুস্থ সবল রাখতে পড়াশোনার সাথে সাথে বন্ধু-বান্ধবদের সাথে খেলাধুলার সুযোগ তৈরি করে দেওয়া। 

৭. গ্রামের হঠাৎ অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করা। 

৮. গ্রামের প্রতিটি অপ্রাপ্তবয়স্কা (১৩-১৫) কিশোরী মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন রাখা। 

 এক থেকে তিন বছর বয়সের শিশুর খাবার কি হবে:-

১. বছরের পর শিশুকে বাড়িতে খাবার নিজের হাতে খেতে অভ্যাস করাতে হবে যেমন ভাত রুটি মুড়ি মাছ ডিম ইত্যাদি। 

 
তিন থেকে ছয় বছর বয়সের শিশু যত্ন কিভাবে নিতে হবে।

১. খাওয়ানোর আগেই হাত ধোয়া নিয়মিত নখ কাটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিছন্নতা দিকে নজর দিতে হবে ।

২. স্বাস্থ্য পরীক্ষা ও বিদ্যালয়ে যাওয়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে শিশুকে নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে হবে। 

৩. পাঁচ বছর বয়সের শিশুকে  ডিটি বুস্টার টিকা দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন