Applications for the post of Data Entry Operator on contractual basis in L&LR&RR&R Department.
পূর্ব বর্ধমান জেলার ভূমি সংস্কার অফিস-এর তরফে নতুন DEO (Data Entry Operator) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগটি করা হবে BL&LRO, SDL&LRO and DL&LRO অফিসে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- DEO (Data Entry Operator)
মোট শুন্যপদ- 15টি
বয়স সীমা- 27/08/2024 তারিখ অনুযায়ী প্রাথীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
- আবেদনকারীকে যেকোনো শাখায় স্নাতক পাস করে থাকতে হবে।
- কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে।
- আবেদনকারীকে পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
মাসিক বেতন- 11,000 টাকা প্রতি মাস
আরও চাকরির খবর: ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা,কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ
অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণ পত্র।
- বসবাসের প্রমাণ পত্র।
- সাম্প্রতিক তোলা নিজের ছবি।
- সাথে অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।
আবেদন ফি- প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন করার শেষ তারিখ- 27 জুলাই 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 14 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত।
** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন