Hot Posts

আগস্ট ২৬, ২০২৪

রাজ্যের ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ : BLRO Data Entry Operator Recruitment 2024


 

Applications for the post of Data Entry Operator on contractual basis in L&LR&RR&R Department.

 

পূর্ব বর্ধমান জেলার ভূমি সংস্কার অফিস-এর তরফে নতুন DEO (Data Entry Operator) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগটি করা হবে BL&LRO, SDL&LRO and DL&LRO অফিসে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম-  DEO (Data Entry Operator)


মোট শুন্যপদ- 15টি 


বয়স সীমা- 27/08/2024 তারিখ অনুযায়ী প্রাথীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে । 

 

শিক্ষাগত যোগ্যতা-

  1. আবেদনকারীকে যেকোনো শাখায় স্নাতক পাস করে থাকতে হবে।
  2. কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে।
  3. আবেদনকারীকে পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  4. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


মাসিক বেতন- 11,000 টাকা প্রতি মাস


আরও চাকরির খবর: ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ


নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা,কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।


প্রয়োজনীয় ডকুমেন্টস- 

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।  
  2. কম্পিউটার সার্টিফিকেট। 
  3. বয়সের প্রমাণ পত্র। 
  4. বসবাসের প্রমাণ পত্র। 
  5. সাম্প্রতিক তোলা নিজের ছবি।
  6. সাথে অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। 


আবেদন ফি- প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। 


আবেদন করার শেষ তারিখ- 27 জুলাই 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 14 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। 


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

🤷‍♀️Official NoticeDownload Now
🤷‍♀️Apply Online- Click Here
🤷‍♀️Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন