LPG Gas Booking Process: এবার WhatsApp-এ রান্নার গ্যাস বুক করা যাবে, কীভাবে জেনে নিন? রান্নার গ্যাস বুকিংয়ের প্রক্রিয়া হল এবার আরও সহজ। এবার থেকে হোয়াটসঅ্যাপেই গ্যাস বুকিং করা যাবে। ভারত গ্যাস ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indane Gas) হোয়াটস অ্যাপে গ্যাস বুকিংয়ের সুবিধা দিচ্ছে। তবে রেজিস্টার করা নম্বর থেকেই তা করা যাবে গ্যাস বুকিং। অনলাইনে ইন্ডেন গ্যাস ও ভারত গ্যাস বুকিংয়ের জন্য, বিভিন্ন উপায় রয়েছে। তার জন্য অফিসিয়াল পোর্টাল -এ লগ ইন করে, রেজিস্টার করা মোবাইল ফোন থেকে এসএমএস করে বা আইভিআরএস পরিষেবা বা ভারত ও ইন্ডেন গ্যাস অ্যাপের মাধ্যমে করা যায়। অনেকে ইউপিআই অ্যাপ থেকেও Gas Booking করে থাকেন। এবার যুক্ত হল হোয়াটসঅ্যাপও। ইন্ডেন ও ভারত গ্যাস গ্রাহকদের সুবিধার্থে সারা দেশে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য একটি নম্বর চালু করেছে।
✅হোয়াটসঅ্যাপে অনলাইনে ভারত ও ইন্ডেন গ্যাস কীভাবে বুকিং করবেন? জেনে নিন।
📌ইন্ডেন গ্যাস বুকিংয়ের পদ্ধতি:-
- প্রথমে ফোনে ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরটি সেভ করুন।
- এরপর হোয়াটসঅ্যাপ খুলুন, তারপর এই ওপরে দেওয়া নম্বরের চ্যাট বক্স খুলুন।
- গ্যাস বুকিংয়ের জন্য Chat বক্সে REFILL টাইপ করে Send Button এ প্রেস করুন।
- এরপর গ্যাস বুকিংয়ের Status অবস্থা জানতে, ওই একই নম্বরে STATUS# এবং অর্ডার নম্বর পাঠাতে হবে।
- তাহলে সহজেই জানতে পারবেন কবে গ্যাস আসবে আপনার বাড়িতে
📌ভারত গ্যাস বুকিংয়ের পদ্ধতি:-
- প্রথমে ফোনে 1800 22 4344 নম্বরটি সেভ করুন।
- এরপর হোয়াটসঅ্যাপ খুলুন, তারপর এই ওপরে দেওয়া নম্বরের চ্যাট বক্স খুলুন।
- গ্যাস বুকিংয়ের জন্য Chat বক্সে 'HI' টাইপ করে Send Button এ প্রেস করুন।
- এরপর Book Cylinder অপশন টি প্রেস করুন।
- এরপর Booking For Self অপশন টি প্রেস করলেই বুকিং কনফার্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন