Hot Posts

নভেম্বর ২৮, ২০২৩

Wb Primary TET 2023 Admit Card - টেট পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করুন



প্রাইমারি টেট পরীক্ষার অ্যাডমিট কবে মিলবে এই নিয়ে পরীক্ষার্থীরা খানিকটা সংশয়ে ছিলেন, তবে অবশেষে এবার পর্ষদের তরফে জানানো হল আগামী ২রা ডিসেম্বর প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড (West Bengal Primary TET Admit Card 2023) হাতে পাবেন পরীক্ষার্থীরা এবং ১০ই ডিসেম্বর আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ (Wb Primary TET Exam 2023)।

 

অন্যান্য বছরের মতো এবছরেও রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী এই টেট পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন । কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত জেনে নিন।




কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ?
How can I download primary TET admit card?
 

  • প্রার্থীদের প্রথমে wbbpeonline.com অথবা www.wbbprimaryeducation.org -পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • এরপর 'প্রাইমারি টেট ২০২৩' অপশনটি ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি পাবেন।
  • এরপর প্রয়োজনীয় ডিটেলস দিয়ে Login করলে অ্যাডমিট ডাউনলোডের অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করে অ্যাডমিট ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। পরীক্ষার্থীরা এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন। পরীক্ষার্থীরা আরও বিস্তারিত জানতে ও আপডেট পেতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।



IDBI Executive 2023 Notification Out, Apply Online:

 

 


 

গুরুত্বপূর্ন তারিখ-

অ্যাডমিট ডাউনলোড তারিখ:- 02/12/2023

প্রাইমারি টেট পরীক্ষার তারিখ:- 10/12/2023



 


 

 *সমস্ত পরীক্ষার ফ্রি অনুশীলন সেট PDF ডাউনলোড করুন অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট www.examdisha.in দেখুন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন