কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে কর্মী নিয়োগ ,বেতন পাবেন প্রতিমাসে ১৫ হাজার টাকা। 18,2023
পদের নাম- Data Manager মোট শূন্যপদ- ৮ টি । ( UR- ১ টি , OBC- ১ টি , ST- ১ টি , SC- ৪ টি , EWS- ১ টি । )
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক। এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কম্পিউটার জানা বাঞ্ছনীয় এবং সার্টিফিকেট ও থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কমপক্ষে 30wpm স্পীডে টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে ।
বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে ।
মাসিক বেতন- ১১,০০০ টাকা ।
Employment No. 132 / SW ( KP ) / MSD / 23
পদের নাম- Accountant
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স বিভাগের একাউন্টেন্সি বিষয়ে স্নাতক হতে হবে আবেদনকারীকে, তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন । প্রার্থীর কম্পিউটার কোর্সের উপর যেকোনো সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারী কে অবশ্যই MS Office প্যাকেজে কাজের দক্ষতা রাখতে হবে । এছাড়াও ট্যালি সফটওয়্যারে কাজের দক্ষতা থাকতে হবে ।
মাসিক বেতন- ১৫,০০০ টাকা ।
বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে ।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
নিয়োগ পদ্ধতি- নিয়োগ পরীক্ষা আয়োজিত হবে মোট তিনটি ধাপে । লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে । তিনটি পরীক্ষার সম্মিলিত নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে ।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নির্ভুল ভাবে সেটিকে পূরণ করতে হবে । তারপর সেটিকে দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে । আবেদনপত্রের সঙ্গে সমস্ত জরুরি নথিপত্রে নিজের স্বাক্ষর করতে হবে আবেদনকারীকে ।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Room No. 2 , Kanyashree & Kanyashree Cell of Murshidabad Collectorate , New Building at Berhampore , Barrack Square , Murshidabad , PfN - 742101
আবেদনের শেষ তারিখ:- 8 আগস্ট ২০২৩
Official website:- Download
Official notification:- Download
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন