Hot Posts

জুলাই ১৭, ২০২৩

গ্রুপ - সি 'পদে কর্মী নিয়োগ, জেলা আদালতে প্রতিমাসে বেতন ১৩ হাজার ৫০০ টাকা।





গ্রুপ - সি 'পদে কর্মী নিয়োগ, জেলা আদালতে প্রতিমাসে বেতন ১৩ হাজার ৫০০ টাকা।

বর্তমান দিনে চাকরি সবার প্রয়োজন,চাকরি পেতে গেলে লাগে উচ্চ যোগ্যতা, তবে কিছু সরকারি চাকরি ন্যূনতম যোগ্যতা থাকলেও পাওয়া যায়। দৈনিক অথবা মাসিক বেতন দেওয়া হয় তেমনি চাকরি, পশ্চিমবঙ্গ জেলা আদালতে এরকমই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদনের শেষ তারিখ, সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো।

Employment No.- 04 / DLSA / JGM / 2023

পদের নাম- P.A./ Stenographer

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা অথবা কম্পিউটার অপারেটিং সহ প্রিন্টার অপারেশনের সাম্যক জ্ঞান থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

মাসিক বেতন- ১৩,৫০০ টাকা । বয়সসীমা- আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে ।

মোট শূন্যপদ- ১ টি ।

আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনে আবেদন জানানো যাবে এই পদে চাকরির জন্য । দপ্তরের নির্দিষ্ট অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে একটি সাদা কাগজে নিজের আবেদন জানিয়ে সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে আবেদনাকারীদের । 

Account Number:-

40220933200  
IFSC Code:- SBIN0000103 আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে ৩৫০ / - টাকা আবেদন ফি দপ্তরের নির্দিষ্ট ব্যাঙ্ক একাউন্টে জমা দিতে হবে । 

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Chairman , District Legal Services Authority , Jhargram , District Judges Court Complex , Jhargram , PIN 721507 নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে । লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে । 

Selection Procedure : Selection of candidates will be through First and Second Phase Examination.

 1. The First Phase Examination : The candidates shall have to appear in a written examination consisting conventional questions of papers i.e.
 1 ) Translation from English to Bengali ( 20 Marks ) and 2 ) Framing of Sentences ( 20 Marks )
 The question paper will be in English language and the total marks for the written examination will be 40 ( 20 + 20 ) . The duration of examination will be 1 ( One ) hour . The standard of written examination shall be similar to madhyamik or secondary Education . 
2. The Second Phase Examination : on the basis of the result of the written examination of First Phase , a number of candidates shall be selected according to merit and shall be called for 2nd Phase Examination of Stenography Test and test in Computer operation . Total marles for second phase examination will be 60 ( 40 + 20 ) 


আবেদনের শেষ তারিখ- ৩১ জুলাই , ২০২৩ বিকাল ৫ টা পর্যন্ত ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন