08 June 2023 Top Current Affairs in Bengali : ০৮ জুন ২০২৩ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs 08 June 2023: প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। WBP, WBCS, WBPSC, ক্লার্কশিপ, বন সহায়ক, রেল, ব্যাঙ্ক, LIC, স্টাফ সিলেকশন কমিশন সমস্ত পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অনেক সময় প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রার্থীরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না এবং সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়। এই বিষয়টি মাথায় রেখে, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী এবং প্রার্থীদের জন্য বর্তমান বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর উপস্থাপন করছি। আপনি এই প্রশ্নগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন ।
1. সম্প্রতি 'বিশ্ব তামাকমুক্ত দিবস' কবে পালিত হয়েছে?
ক 29 মে
খ. 31 মে
গ. 30 মে
ঘ. জুন 01
উঃ। 31 মে
2. সম্প্রতি কোন ব্যাঙ্ক তার নতুন লোগো ঘোষণা করেছে?
ক বন্ধন ব্যাঙ্ক
খ. এসবিআই
গ. ইয়েস ব্যাঙ্ক
ঘ. এইচডিএফসি
উঃ। ইয়েস ব্যাঙ্ক
3. সম্প্রতি কোন দেশে প্রথম IIT খোলা হবে?
ক আফগানিস্তান
খ. তানজানিয়া
গ. ইসরায়েল
ঘ. পাকিস্তান
উঃ। তানজানিয়া
পরবর্তী সমস্ত আপডেট ও ফ্রি PDF পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন
4. খেদ কুমারী ঘাই সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন?
ক অভিনেতা
খ. লেখক
গ. সংস্কৃত পণ্ডিত
ঘ. ঐতিহাসিক
উঃ। সংস্কৃত পণ্ডিত
5. সম্প্রতি কে CAVA মহিলা চ্যালেঞ্জ কাপ 2023 শিরোপা জিতেছে?
ক ভারত
খ. পাকিস্তান
গ. নেপাল
ঘ. আফগানিস্তান
উঃ। ভারত
বর্তমানে পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন➡️
6. সম্প্রতি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় ভারতের প্রতিনিধি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
ক কে আর নারায়ণন
খ. উরমালা আইয়ার
গ. অঙ্গশুমালি রাস্তোগী
ঘ. হরদীপ পুরী
উঃ। অঙ্গশুমালি রাস্তোগী
7. সম্প্রতি কোন রাজ্যে দেবী লোক মহোৎসব শুরু হয়েছে?
ক অন্ধ্রপ্রদেশ
খ. মধ্যপ্রদেশ
গ. কর্ণাটক
ঘ. হিমাচল প্রদেশ
উঃ। মধ্যপ্রদেশ
8. সম্প্রতি কোন দেশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'দ্য গ্র্যান্ড অর্ডার দ্য চেইন অফ ইয়েলো স্টার' পুরস্কারে সম্মানিত করেছে?
(ক) উগান্ডা
(খ) সুরিনাম
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) ফিলিপাইন
উঃ। সুরিনাম
May মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন- Click Here
Subscribe YT Channel- Click Here
সরকারি চাকরির আপডেট, জেনারেল নলেজ পিডিএফ ও মকটেস্ট বিনামুল্যে পেতে “Examdisha.in” লিখে GOOGLE –এ সার্চ করুন।
File Details-
৩০ মে কারেন্ট অ্যাফেয়ার্স.pdf
File Format- PDFFile Size- 100 kb
বন সহায়ক ইবুক টি ডাউনলোড করুন-
নিচের ফটোটির উপর ক্লিক করে ডাউনলোড করুন FREE পিডিএফ:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন