Hot Posts

ফেব্রুয়ারী ১১, ২০২৩

Wb Primary Tet Result 2023 - How to Check Primary Tet Result - @wbbpe.org

পশ্চিমবঙ্গে প্রাইমারী টেট পরীক্ষাটি ১১ই ডিসেম্বর ২০২২ তারিখে সংগঠিত হয়েছিল । তবে টেট পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এর অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ প্রার্থী । অবশেষে ১১ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১ টায় প্রকাশিত হয়ে গেল প্রাইমারী টেট ২০২২ এর রেজাল্ট। এবছর মোট ৬ লক্ষ ২০ হাজার চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল।


প্রাইমারি শিক্ষা সংসদ টেট পরীক্ষার অফিসিয়াল আনসার কি আগেই প্রকাশ করেছে- দেখুন


আপনারা পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার রেজাল্ট অনলাইনে অফিসিয়াল ওয়েবসাট থেকে চেক করতে পারেন- @wbbpe.org


প্রাইমারি শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টেট পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন নিচে বিস্তারিত দেওয়া হল-




  • Step 1: প্রথমে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। (www.Wbbpe.org)
  • Step 2: হোমপেজে “Click Here Online Application For Teacher Eligibility Test-2022(TET-2022) for classes I to V” লেখাটির উপর ক্লিক করুন।
  • Step 3: এরপরে একটি নতুন পেজ খুলবে, সেখানে “Teacher Eligibility Test, 2022 (TET 2022)” লেখাটির উপর ক্লিক করুন।
  • Step 4: এরপর একটি নতুন পেজ খুলবে সেখানে “Print/Download Result for WB Teacher Eligibility 2022” লেখাটির উপর ক্লিক করুন।

  • Step 5: এরপর নিজের Registration Number এবং DOB (Date of Birth) বসিয়ে রেজাল্ট চেক করুন।

এছাড়া সরাসরি রেজাল্ট দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন -

Join Telegram Group- Click Here        Subscribe Our Youtube Channel- Click Here






সরকারি চাকরির আপডেট, জেনারেল নলেজ পিডিএফ ও মকটেস্ট বিনামুল্যে পেতে “Examdisha.in”লিখে GOOGLE –এ সার্চ করুন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন