Hot Posts

সেপ্টেম্বর ০৬, ২০২২

রাজ্যের পৌরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি, এখুনি আবেদন করুন



রাজ্যে মাথাভাঙ্গা পৌরসভার তরফে Group C ও Group D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Urban Health & Wellness Centre এ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- Group C ও Group D


শুন্যপদ- 02 টি


বয়স সীমা- 01/01/2022 তারিখ অনুযায়ী প্রাথীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে । 
 

শিক্ষাগত যোগ্যতা-
1) Clerical Assistant:- যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে। সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে। 

2) Cleaning Staff:- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। 


মাসিক বেতন- 
1) Clerical Assistant:-10,000 টাকা প্রতি মাস
2) Cleaning Staff:- 5000 টাকা প্রতি মাস


নিয়োগ পদ্ধতি- কোনো লিখিত পরীক্ষা হবেনা । সরাসরি মেধার ভিত্তিতে ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 



আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে নোটিশে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি অফিসে গিয়ে বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবে "Application for the post of..... "


আবেদন ফি-  কোন আবেদন মূল্য নেই


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- The Chairman,  Mathabhanga Municipality, B.N Road, Ward No-3, P.O-Mathabhanga, Dist-Cooch Behar, Pin-736146. 


আবেদন করার শেষ তারিখ- 01 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর ২০২২ বিকাল ৪ টার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links
Official Notice- Download Now
Application Form - Download Now
Official Website- Click Here
Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন