Hot Posts

আগস্ট ০৭, ২০২২

ব্লক ডাটা ম্যানেজার পদে চাকরি - West Bengal Govt Jobs 2022 - Apply Now


Birbhum জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে Block Data Manager পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  National Health Mission এর অধীনে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার (BLOCK DATA MANAGER)


মোট শুন্যপদ- ১ টি 


বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । 

 

শিক্ষাগত যোগ্যতা-

  1. আবেদনকারীকে যেকোনো শাখায় স্নাতক পাস করে থাকতে হবে।
  2. কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। 
  3. সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  4. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


মাসিক বেতন- ২২,০০০/- টাকা


আরও চাকরির খবর: 

ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে CHA পদে চাকরি, আবেদন চলছে

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে নোটিশে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি অফিসে গিয়ে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবে "Application for the post of..... "


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of The Chief Medical Officer of HealthHealth (DPMU Section Room No-7), New Administrative Building, Old Out Door Campus, PO-Suri, District-Birbhum, Pin-731101, West Bengal. 


প্রয়োজনীয় ডকুমেন্টস- 

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।  
  2. কম্পিউটার সার্টিফিকেট। 
  3. বয়সের প্রমাণ পত্র। 
  4. বসবাসের প্রমাণ পত্র। 
  5. সাম্প্রতিক তোলা নিজের সই করা ছবি।
  6. NEFT ডকুমেন্ট বা পেমেন্টের স্ক্রিনসট
  7. সাথে অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। 


আবেদন ফি- জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। 


আবেদন করার শেষ তারিখ- ০১ আগস্ট ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১২ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। 


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

🤷‍♀️Official NoticeDownload Now
🤷‍♀️Application Form- Click Here
🤷‍♀️Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন