Hot Posts

আগস্ট ০৪, ২০২২

রাজ্যের সরকারি প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন চলছে

     


Jalpaiguri জেলার BDO অফিস-এর তরফে Mid Day Meal প্রকল্পে নতুন DEO (Data Entry Operator) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম-  DEO (Data Entry Operator)


মোট শুন্যপদ- ১ টি 


বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে । 

 

শিক্ষাগত যোগ্যতা-

  1. আবেদনকারীকে যেকোনো শাখায় স্নাতক পাস করে থাকতে হবে।
  2. কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে।
  3. জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  4. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


মাসিক বেতন- ১৩,০০০ টাকা


আরও চাকরির খবর: ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ


নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে নোটিশে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি অফিসে গিয়ে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবে "Application for the post of..... "


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Block Development Officer, Kranti Development Block, Uttar Sripakuri, Kranti, Jalpaiguri, 735218, West Bengal 


প্রয়োজনীয় ডকুমেন্টস- 

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।  
  2. কম্পিউটার সার্টিফিকেট। 
  3. বয়সের প্রমাণ পত্র। 
  4. বসবাসের প্রমাণ পত্র। 
  5. সাম্প্রতিক তোলা নিজের সই করা ছবি।
  6. সাথে অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। 


আবেদন ফি- প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। 


আবেদন করার শেষ তারিখ- ১৪ জুলাই ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১০ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। 


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

🤷‍♀️Official NoticeDownload Now
🤷‍♀️Application Form- Click Here
🤷‍♀️Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন