পশ্চিম বর্ধমান জেলা কৃষি ও সেচ দপ্তরের তরফে (Soil & Water Department Paschim Bardhaman District) একাধিক পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- ম্যাটার স্পেশালিস্ট ১টি, অ্যাকাউন্টেন্ট ১টি ও ডাটা এন্ট্রি অপারেটর ১টি।
মোট শুন্যপদ- ৩ টি
বয়স সীমা- ০১/০৭/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
- কৃষি / উদ্যানপালন / পশুপালন / বনবিদ্যায় স্নাতক পাস করে থাকতে হবে।
- কমপক্ষে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
- কমার্স বিষয়ে স্নাতক পাস হতে হবে।
- কমপক্ষে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
- যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে।
- কম্পিউটারের নলেজ থাকতে হবে।
- আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
মাসিক বেতন-
- সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট- ২৫,০০০ টাকা প্রতিমাস
- অ্যাকাউন্টেন্ট- ১০,০০০ টাকা প্রতিমাস
- ডাটা এন্ট্রি অপারেটর- ৭,৫০০ টাকা প্রতিমাস
আরও চাকরির খবর: ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Project Manager , WCDC , Paschim Bardhaman & Deputy Director of Agriculture , Soil & Water Management , Burdwan , Krishi Bhavan , 4 th . Floor , DSF Campus , Kalna Road , Purba Bardhaman , W.B ; PIN - 713101
আবেদন ফি- প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন করার শেষ তারিখ- ১৫ জুলাই ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১৮ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।
** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন