Hot Posts

জুলাই ১৭, ২০২২

২৫ হাজার টাকা বেতনে চাকরি, কৃষি ও সেচ দপ্তরে নিয়োগ, আবেদন চলছে

   


পশ্চিম বর্ধমান জেলা কৃষি ও সেচ দপ্তরের তরফে (Soil & Water Department Paschim Bardhaman District) একাধিক পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম-  ম্যাটার স্পেশালিস্ট ১টি,  অ্যাকাউন্টেন্ট ১টি ও ডাটা এন্ট্রি অপারেটর ১টি। 


মোট শুন্যপদ- ৩ টি 


বয়স সীমা- ০১/০৭/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হতে হবে । 

 

শিক্ষাগত যোগ্যতা-

সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট-
  1. কৃষি / উদ্যানপালন / পশুপালন / বনবিদ্যায় স্নাতক পাস করে থাকতে হবে।
  2. কমপক্ষে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  3. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


অ্যাকাউন্টেন্ট- 
  1. কমার্স বিষয়ে স্নাতক পাস হতে হবে। 
  2. কমপক্ষে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  3. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


ডাটা এন্ট্রি অপারেটর- 
  1. যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে। 
  2. কম্পিউটারের নলেজ থাকতে হবে। 
  3. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 

মাসিক বেতন- 

  1. সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট- ২৫,০০০ টাকা প্রতিমাস
  2. অ্যাকাউন্টেন্ট- ১০,০০০ টাকা প্রতিমাস
  3. ডাটা এন্ট্রি অপারেটর- ৭,৫০০ টাকা প্রতিমাস


আরও চাকরির খবর: ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ


নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে নোটিশে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় Speed Post এর মাধ্যমে পাঠাতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবে "Application for the post of..... "


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Project Manager , WCDC , Paschim Bardhaman & Deputy Director of Agriculture , Soil & Water Management , Burdwan , Krishi Bhavan , 4 th . Floor , DSF Campus , Kalna Road , Purba Bardhaman , W.B ; PIN - 713101


আবেদন ফি- প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। 


আবেদন করার শেষ তারিখ- ১৫ জুলাই ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১৮ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। 


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

🤷‍♀️Official NoticeDownload Now
🤷‍♀️Application Form- Download Now
🤷‍♀️Official Website- Click Here
🤷‍♀️Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন