জেলার D.EL.Ed কলেজে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে গেস্ট টিচার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন বিষয়ের শিক্ষক, কোন জেলায় নিয়োগ, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- Guest Lecturer
মোট শুন্যপদ- ৩ টি (বাংলা-১টি, ইংরেজি-১টি, গণিত-১টি)
শিক্ষাগত যোগ্যতা-
- আবেদনকারী নূন্যতম ৫৫% নম্বর নিয়ে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কলা, মানবিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী করে থাকলে আবেদন করতে পারবেন।
- সংশ্লিষ্ট দপ্তরে কমপক্ষে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
মাসিক বেতন- ৪০০ টাকা প্রতি ক্লাসের জন্য দেওয়া হবে, ক্লাসের সময়সীমা ১ ঘণ্টা।
আরও চাকরির খবর: ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ইন্টারভিউ ও শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান- District Institute of Education & Training (D.I.E.T), Purulia, West Bengal.
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে নোটিশে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবে "Application for the post of..... "
আরও চাকরির খবর:- বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ, আবেদন চলছে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the DIET (Main Campus), Bongabari, Purulia, Pin-723147, West Bengal
প্রয়োজনীয় ডকুমেন্টস-
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- অভিজ্ঞতার সার্টিফিকেট।
- এক কপি বায়োডাটা।
- বয়সের প্রমাণ পত্র।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি।
- সাথে অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।
আবেদন করার শেষ তারিখ- ১১ জুলাই ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন জমা করা যাবে ২২ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।
** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন