Hot Posts

এপ্রিল ২৮, ২০২০

Top Current Affairs 26 April 2020 - Current affairs in bengali - Daily current affairs quiz - Download Free PDF

Top Current Affairs 26 April 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 26 April 2020 Top Current Affairs

 


১) কোন রাজ্য সরকার অনলাইন কোচিং প্ল্যাটফর্ম ‘GetCETGo’ চালু করেছে?

a) কেরালা  
b) তামিলনাড়ু
c) কর্ণাটক
d) কোনটিই নই
Answer: - c) কর্ণাটক

কর্ণাটকের উচ্চশিক্ষা বিভাগ লকডাউনের সময় শিক্ষার্থীদের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে। গেটসেটগো’ নামে শিক্ষা বিভাগ কর্তৃক চালু করা ওয়েবসাইটটি এমন শিক্ষার্থীদের অনলাইন কোচিং সরবরাহের জন্য তৈরি করা হয়েছে যারা লকডাউন ওঠার পরে CET, NEET 2020 পরীক্ষায় অংশ নেবে।
কর্ণাটক :-
রাজধানী : বেঙ্গালুরু
রাজ্যপাল : বজুভাই ভালা
মুখ্যমন্ত্রী : বিএস ইয়েদিউরাপ্পা


২) ডেভিড লি কোন কোম্পানির নতুন সিইও নিযুক্ত হয়েছেন?

a) TATA
b) Infosys
c) Huawei India
d) কোনটিই নই
Answer: - c) Huawei India 

ডেভিড লি হুয়াওয়ে টেলিকম ইন্ডিয়ার(Huawei Telecommunications India) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন।
হুয়াওয়ে টেলিকমঃ-
প্রতিষ্ঠা : ১৯৮৭ সালে
সদরদপ্তর     শেনচেন, চীন
প্রতিষ্ঠাতা : রেন ঝেংফেই

৩) সম্প্রতি 'সমীর গোস্বামী' প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন??

a) গায়ক
b) লেখক
c) সাংবাদিক
d) কোনটিই নই          

Answer: - c) সাংবাদিক

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী সম্প্রতি  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷ তিনি ১৯৮৪ সালের ডিসেম্বর মাস থেকে সংবাদমাধ্যমে কাজ শুরু করেন ।


৪) ‘World Earth Day’ সম্প্রতি কবে পালিত হয়েছে?

a) ২০ এপ্রিল
b) ২৩ এপ্রিল
c) ২২ এপ্রিল
d) কোনটিই নই

Answer: - c) ২২ এপ্রিল

World Earth Day (ধরিত্রী দিবস ) প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয়। পরিবেশের সুরক্ষার জন্য জনগণকে সচেতন করা এর মূল লক্ষ্য। এবারের থিম ‘ক্লাইমেট অ্যাকশন’। সর্বপ্রথম ১৯৭০ খ্রিষ্টাব্দে দিবসটি পালিত হয়, এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়।


৫) কোন মন্ত্রণালয় সম্প্রতি ‘Covid India Seva’ পোর্টাল চালু করেছে ?

a) স্বরাষ্ট্র মন্ত্রালয়
b) স্বাস্থ্য মন্ত্রক
c) ক্রীড়া মন্ত্রক
d) কোনটিই নই
Answer:- b) স্বাস্থ্য মন্ত্রক

২০২০ সালের ২২ শে এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন ‘Covid India Seva’ প্ল্যাটফর্ম চালু করেছেন।


৬) কোন রাজ্য সরকার সম্প্রতি 'আইয়ু ও সেহাত সাথী অ্যাপ' চালু করেছে?

a) হরিয়ানা
b) মহারাষ্ট্র
c) রাজস্থান
d) কোনটিই নই

Answer: - c) রাজস্থান

রাজস্থান সরকার কোভিড -১৯ মোকাবেলায় Healthcare startup MedCords এর সহযোগিতায় একটি 'আইয়ু ও সেহাত সাথী অ্যাপ' চালু করেছে। এই অ্যাপ্লিকেশনটি রাজ্যের মানুষকে অনলাইন চিকিত্সকের সাথে পরামর্শ করতে এবং কোভিড -১৯-এর কারণে তৈরি লকডাউনে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে সাহায্য করবে ।
রাজস্থান সম্পর্কে:-
রাজধানী:-জয়পুর
রাজ্যপাল:- কল্যাণ সিংহ
মুখ্যমন্ত্রী:- বসুন্ধরা রাজে (বিজেপি)



৭) কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী COVID-19 যোদ্ধা কল্যাণ যোজনা চালু করেছে?

a) মহারাষ্ট্র
b) মধ্যপ্রদেশ
c) হরিয়ানা
d) কোনটিই নই
Answer: - b) মধ্যপ্রদেশ

সম্প্রতি, মধ্যপ্রদেশ সরকার সিএম কোভিড -১৯ যোদ্ধা কল্যাণ যোজনা চালু করেছে। মধ্যপ্রদেশ সরকারের মতে, রাজ্যের প্রায় এক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীরা মুখ্যমন্ত্রী কোভিড -১৯ যোদ্ধা কল্যাণ যোজনার সুবিধা পাবেন।
মধ্যপ্রদেশ সম্পর্কেঃ-
রাজধানী:- ভোপাল
রাজ্যপাল:-লালজি ট্যান্ডন মুখ্যমন্ত্রী:- শিবরাজ সিং চৌহান



৮) সিটি ইউনিয়ন ব্যাংকের নতুন MD ও CEO পদে কে নিযুক্ত হন?

a) SS RAJIB
b) SANDIP BAKSHI
c) N KAMAKODI
d) কোনটিই নই
Answer: - c) N KAMAKODI 

এন কামাকোদি সিটি ইউনিয়ন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন । ২০২০ সালের ১লা মে থেকে তিনি তিন বছরের জন্য পুনর্নিযুক্ত হয়েছেন।
সিটি ইউনিয়ন ব্যাংক
সদর দফতর : কুম্বকনম
প্রতিষ্ঠিত : 1904
CEO: N Kamakodi



৯) সম্প্রতি ফেসবুক রিলায়েন্স জিওর কত শতাংশ শেয়ার কিনেছে?

a) 9.9%
b) 7.9%
c) 8.9%
d) কোনটিই নই

Answer: - a) 9.9%

মোবাইল ইন্টারনেট কোম্পানি রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক। ৫৭০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে দ্রুত বর্ধনশীল টেলিযোগাযোগ কোম্পানি জিওর শেয়ার কেনার মাধ্যমে ভারতের বাজারে ফেসবুকের পদযাত্রা শুরু হলো।
প্রতিষ্ঠা : ফেব্রুয়ারী 2004
সদরদপ্তর : মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠাতা : মার্ক জুকারবার্গ



১০) প্রতি বছর বিশ্ব বই ও কপিরাইট দিবস কখন পালিত হয়?

a) ২৩ এপ্রিল
b) ২৪ এপ্রিল
c) ২২ এপ্রিল
d) কোনটিই নই
Answer: - a) ২৩ এপ্রিল 

প্রতি বছর 23 এপ্রিল ওয়ার্ল্ড বুক এবং কপিরাইট দিবস পালিত হয়। এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হ'ল মানবতা, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাওয়া লেখকদের শ্রদ্ধা জানানো।

১১) সম্প্রতি কোন দেশ তার বিখ্যাত 'বুল রানিং ফেস্টিভাল' বাতিল করেছে?

a) ফ্রান্স
b) স্পেন
c) জার্মানি   
d) কোনটিই নই

Answer: - b) স্পেন

স্পেনের উত্তর শহর পাম্পলোনায় সর্বাধিক পরিচিত bull running festival করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল করা হয়েছে। প্রতি বছর ৬ জুলাই থেকে ১৪ ই জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয় ।
স্পেনঃ-   
রাজধানীঃ- মাদ্রিদ
প্রধানমন্ত্রীঃ- পেড্রো সানচেজ




প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group









প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন