Hot Posts

এপ্রিল ২৫, ২০২০

24 April Current Affairs 2020 - Daily Current Affairs MCQ Question - Bangla Current Affairs for All Exam - Download Free PDF

Top Current Affairs 24 April 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 24 April 2020 Top Current Affairs

 


১) সম্প্রতি কে ফর্মুলা ওয়ান স্পোর্টস চাইনিজ ভার্চুয়াল গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়নশিপ জিতেছে?

a) লুইস হ্যামিল্টন
b) চার্লস লেক্লার্ক
c) ভালটারি বোটাস
d) কোনটিই নই

Answer: - b) চার্লস লেক্লার্ক    

ফেরারি'র চার্লস লেক্লার্ক ফর্মুলা ওয়ান ইস্পোর্টস চাইনিজ ভার্চুয়াল গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়নশিপ জিতেছে।


২) সম্প্রতি কোন রাজ্যে বর্ডার রোডস অর্গানাইজেশন দাপরিজো ​​সেতু নির্মাণ করেছে?

a) হিমাচল প্রদেশ
b) উত্তরাখণ্ড
c) অরুণাচল প্রদেশ
d) কোনটিই নই

Answer: - c) অরুণাচল প্রদেশ

বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) অরুনাচল প্রদেশের সুবানসিরি নদীর উপরে দাপরিজো ​​সেতু নির্মাণ করেছে, ২১ শে এপ্রিল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, শ্রী পেমা খান্ডু এটি উদ্বোধন করেছিলেন ।
অরুণাচল প্রদেশ:-
রাজধানী : ইটানগর
রাজ্যপাল : বি ডি মিশরা
মুখ্যমন্ত্রী : পেমা খান্ডু


৩) ফেসবুক কোন ভারতীয় সংস্থার সাথে 'সুপার অ্যাপ' তৈরির জন্য চুক্তি করেছে?

a) ইনফোসিস
b) টিসিএস
c) রিলায়েন্স
d) কোনটিই নই            

Answer: - c) রিলায়েন্স 


৪) জিওট্যাগ কমিউনিটি কিচেন তৈরিতে প্রথম রাজ্য কোনটি?

a) উত্তরপ্রদেশ
b) রাজস্থান
c) মহারাষ্ট্র
d) কোনটিই নই
Answer: - a) উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ রাজ্য সরকার রাজ্যে geo tag community kitchens তৈরিতে গুগলের সাথে হাত মিলিয়েছে। রান্নাঘরগুলি প্রতিদিন ১২ লক্ষ খাবারের প্যাকেট তৈরি করবে। এখন, উত্তরপ্রদেশ geo tag community kitchens- এর জন্য  প্রথম রাজ্যে পরিণত হয়েছে।
উত্তর প্রদেশ
রাজধানী:-     লখনউ
মুখ্যমন্ত্রী:-    যোগী আদিত্যনাথ
রাজ্যপাল:-     আনন্দীবেন প্যাটেল


৫) রুদ্রতেজ সিং, যিনি সম্প্রতি প্রায়ত হয়েছেন, তিনি কোন কোম্পানির সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন??

a) BMW Group India
b) Nissan India
c) Renault India
d) কোনটিই নই

Answer:- a) BMW Group India

বিএমডাব্লু গ্রুপ ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট এবং CEO রুদ্রটেজ সিং সম্প্রতি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিন ৪৬ বছর ।
৬) সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী "কিসান রথ" মোবাইল অ্যাপ চালু করেছেন?

a) পীযূষ গোয়েল
b) নরেন্দ্র সিং তোমার
c) ডঃ হর্ষ বর্ধন সিংহ
d) কোনটিই নই
Answer: - b) নরেন্দ্র সিং তোমার

সম্প্রতি, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ১৭ এপ্রিল ২০২০ তে ‘Kisan Rath’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন। করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন (কোভিড -১৯) ৩ মে অবধি ঘোষণা করা হয়েছে। এই লকডাউনে কৃষকরা ফসল ও শাকসবজি বিক্রি করতে অনেক সমস্যায় পড়ছেন। কৃষকদের এই সমস্যা বিবেচনা করে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই অ্যাপটি চালু করেছেন


৭) ভারতে ‘Civil Services Day’ প্রতিবছর কবে পালিত হল?

a) ২০ এপ্রিল
b) ২১ এপ্রিল
c) ১৯ এপ্রিল
d) কোনটিই নই

Answer: - b) ২১ এপ্রিল

জাতীয় সিভিল সার্ভিস দিবস প্রতি বছর ২১ শে এপ্রিল পালিত হয়। দিবসটি সকল বেসামরিক কর্মচারী যারা নাগরিকদের জন্য তাদের জীবন উৎসর্গ করেন তাদের উদযাপন করার জন্য পালন করা হয়


৮) N Kamakodi সম্প্রতি কোন ব্যাংকের এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন ?

a) লক্ষ্মী বিলাস ব্যাংক
b) করুর বৈশ্য ব্যাংক
c) সিটি ইউনিয়ন ব্যাংক
d) কোনটিই নই

Answer: - c) সিটি ইউনিয়ন ব্যাংক

এন কামাকোদি সিটি ইউনিয়ন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন । ২০২০ সালের ১লা মে থেকে তিনি তিন বছরের জন্য পুনর্নিযুক্ত হয়েছেন।
সিটি ইউনিয়ন ব্যাংক
সদর দফতর : কুম্বকনম
প্রতিষ্ঠিত : 1904
CEO: N Kamakodi


৯) হুয়াওয়ে টেলিকম ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন?

a) ডেভিড লি
b) টনি পিডগেলি
c) পিটার উড
d) কোনটিই নই
Answer: - a) ডেভিড লি

ডেভিড লি হুয়াওয়ে টেলিকম ইন্ডিয়ার(Huawei Telecommunications India) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন।
প্রতিষ্ঠা : ১৯৮৭ সালে
সদরদপ্তর     শেনচেন, চীন
প্রতিষ্ঠাতা : রেন ঝেংফেই


১০) লাইসেনিয়া কারাসে ৭৯ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হন। তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

a) মালদ্বীপ
b) ফিজি
c) নিউজিল্যান্ড
d) কোনটিই নই

Answer: - b) ফিজি 

লাইসেনিয়া কারাসে ৭৯ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হন। তিনি ফিজি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। কারাস ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফিজির ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
ফিজি সম্পর্কে:
রাজধানি : সুভা
President : Jioji Konousi Konrote
প্রধানমন্ত্রী- ফ্র্যাঙ্ক বৌনিমারামা


১১) কোন পেমেন্ট ব্যাংক সম্প্রতি মাস্টারকার্ডের সাথে চুক্তি করেছে?

a) ফিনো পেমেন্ট ব্যাংক  
b) পেটিএম পেমেন্ট ব্যাংক
c) এয়ারটেল পেমেন্ট ব্যাংক
d) কোনটিই নই
Answer: - b) পেটিএম পেমেন্ট ব্যাংক

Virtual এবং physical debit কার্ড দেওয়ার জন্য পেটিএম পেমেন্টস ব্যাংক ম্যাসটকার্ডের সাথে অংশীদারিত্ব করেছে। সংস্থাটি ঘোষণা করেছে যে তারা নতুন গ্রাহকদের মাস্টারকার্ড ভার্চুয়াল ডেবিট কার্ড প্রদান করবে যাতে তারা নিরাপদ অনলাইন লেনদেন করতে সক্ষম হয়।



প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group








প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন