Top Current Affairs 16 April 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 16 April 2020 Top Current Affairs.
১) সম্প্রতি মোবাইল প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হয়েছেন?
a) বিরাট কোহলি
b) তামান্নাহ ভাটিয়া
c) সোনম কাপুর
d) কোনটিই নই
উত্তর- b) তামান্নাহ ভাটিয়া
ভারতের বৃহত্তম মোবাইল গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল) বলিউড অভিনেত্রী তামান্নাহ ভাটিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে ।
২) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন Executive Director পদে কে নিযুক্ত হলেন?
a) গোপাল সিং গুসাইন
b) দীনেশ কুমার গার্গ
c) বিরুপাক্ষ মিশ্র
d) কোনটিই নই
উত্তর- c) বিরুপাক্ষ মিশ্র
শ্রী বিরুপাক্ষ মিশ্র 2020 সালের 1 এপ্রিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ।
৩) ১৪ই এপ্রিল সারা ভারতে কোন বিখ্যাত ব্যাক্তির জন্মবার্ষিকী পালিত হয়?
a) রাজীব গান্ধী জয়ন্তী
b) এপিজে আব্দুল কালাম
c) ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তী
d) কোনটিই নই
উত্তর- c) ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তী
প্রতিবছর ১৪ই এপ্রিল সারা ভারতবর্ষে আম্বেদকর জয়ন্তী হিসেবে পালিত হয়। এটি বাবাসাহেব ডঃ বি.আর. আম্বেদকারের জন্মদিন যিনি ১৪ এপ্রিল ১৮৯১ -এ জন্মগ্রহণ করেছিলেন। ২০১৫ সাল থেকে এটি ভারতজুড়ে সরকারী ছুটি হিসাবে পালন করা হচ্ছে
৪) সম্প্রতি পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত শান্তি হিরানন্দ চাওলা মারা গেছেন, তিনি কে ছিলেন ?
a) লেখক
b) গায়ক
c) অভিনেতা
d) কোনটিই নই
উত্তর- b) গায়ক
খ্যাতিমান হিন্দুস্তানী শাস্ত্রীয় গায়ক এবং পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত শান্তি হিরানন্দ চাওলা সম্প্রতি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর । ২০০৭ সালে তিনি পদ্মশ্রী পুরষ্কার পেয়েছিলেন।
৫) সম্প্রতি নিচের কোন IIT কোভিড -১৯ সংক্রামিত রোগীদের পরীক্ষা করতে “AyuSynk” নামে একটি ডিজিটাল স্টেথোস্কোপ তৈরি করেছে?
a) IIT-Roorkee
b) IIT-Hyderabad
c) IIT-Bombay
d) কোনটিই নই
উত্তর- c) IIT-Bombay
IIT-Bombay কোভিড -১৯ সংক্রামিত রোগীদের পরীক্ষা করতে “AyuSynk” নামে একটি ডিজিটাল স্টেথোস্কোপ তৈরি করেছে।
৬) সম্প্রতি ‘World Chagas Disease Day’ কখন পালিত হয়েছে?
a) 12 এপ্রিল
b) 13 এপ্রিল
c) 14 এপ্রিল
d) কোনটিই নই
উত্তর- c) 14 এপ্রিল
বিশ্ব চাগাস রোগ দিবসটি 14 এপ্রিল, 2020 এ বিশ্বে প্রথমবারের মতো উদযাপিত হল।
৭) সম্প্রতি বিরুপাক্ষ মিশ্র কোন ব্যাংকের Executive Director হন?
a) কর্ণাটক ব্যাংক
b) HDFC ব্যাংক
c) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
d) কোনটিই নই
উত্তর-c) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
শ্রী বিরুপাক্ষ মিশ্র 2020 সালের 1 এপ্রিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ।
৮) সম্প্রতি কোন রাজ্যে 'মহা বিষুবা পান সংক্রান্তি' নববর্ষ উৎসব হিসাবে পালিত হয়েছে?
a) আসাম
b) তেলেঙ্গানা
c) ওড়িশা
d) কোনটিই নই
উত্তর- c) ওড়িশা
পানা সংক্রান্তি, মহা বিষুবা সংক্রান্তি হিসাবেও পরিচিত, ওড়িশায় হিন্দুদের ঐতিহ্যবাহী নববর্ষ দিবস উত্সব।
৯) BHEL এর সহযোগিতায় কোন ইনস্টিটিউট ভারতের প্রথম রিমোট হেলথ মনিটরিং সিস্টেম চালু করেছে?
a) IIT Bombay
b) AIMS Risikesh
c) IISc
d) কোনটিই নই
উত্তর- b) AIMS Risikesh
ভারত হেবি ইলেক্ট্রনিক্স লিমিটেডের (BHEL) সহযোগিতায় হৃষীকেশে অবস্থিত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS) ভারতের প্রথম দূরবর্তী স্বাস্থ্য মনিটরিং সিস্টেমটি তৈরী করেছে ।
১০) বিচারপতি কানাগরাজকে সম্প্রতি কোন রাজ্যের নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে?
a) অন্ধ্রপ্রদেশ
b) তামিলনাড়ু
c) কেরল
d) কোনটিই নই
উত্তর- a) অন্ধ্রপ্রদেশ
মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি কানগরাজকে অন্ধ্র প্রদেশের রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে।
১১) ২০২০ সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করবে কোন দেশ?
a) ভারত
b) বাংলাদেশ
c) চীন
d) কোনটিই নই
উত্তর- a) ভারত
2020 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ভারত। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (বিএফআই) ঘোষণা করেছে যে তারা ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এশিয়ান বক্সিং কনফেডারেশন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 👇👇👇👇👇
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন