Top Current Affairs 15 April 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 15 April 2020 Top Current Affairs.
১) 2020 সালে কোন তারিখে ইস্টার উত্সব পালিত হয়?
a) ১১ এপ্রিল
b) ১২ এপ্রিল
c) ১৩ এপ্রিল
d) কোনটিই নই
উত্তর- b) ১২ এপ্রিল
2020 সালে 12 এপ্রিল ইস্টার উত্সব পালিত হয়। দিনটি প্রতি বছর পরিবর্তিত হয়। এই উত্সবটি বিশ্বজুড়ে খ্রিস্টানরা পালন করে। উত্সবটি যিশুখ্রিষ্টের পুনরুত্থান পালন করতে উদযাপিত হয়।
২) কোন বছরে খাদি এবং গ্রাম শিল্প কমিশন (KVIC) প্রতিষ্ঠিত হয়?
a) 1968
b) 1967
c) 1956
d) কোনটিই নই
উত্তর- c) 1956
খাদি এবং গ্রাম শিল্পের বিকাশের জন্য সরকার ১৯৫৬ সালে সংসদের একটি আইনের মাধ্যমে “খাদি এবং গ্রাম শিল্প কমিশন (কেভিআইসি)” নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠন করেছিল।
৩) পুরানো টিভি প্রোগ্রামগুলি দেখানোর জন্য প্রসার ভারতি সম্প্রতি কোন নতুন চ্যানেল চালু করেছে?
a) DD রেট্রো
b) DD পুরাণ
c) DD প্রাচীন
d) কোনটিই নই
উত্তর- a) DD রেট্রো
সম্প্রতি প্রসার ভারতি পুরানো টিভি প্রোগ্রামগুলি দেখানোর জন্য DD রেট্রো নামে নতুন চ্যানেল চালু করেছে
৪) কে সম্প্রতি ওয়েব পোর্টাল ‘YUKTI’ চালু করেছে?
a) MHRD
b) কৃষি মন্ত্রক
c) নীতি আয়োগ
d) কোনটিই নই
উত্তর- a) MHRD
সম্প্রতি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দিল্লীতে ‘YUKTI’ নামে ওয়েব পোর্টাল লঞ্চ করল।
৫) সম্প্রতি ভারতের কোন শহরে কোভিড -19 হোম ডেলিভারি হেল্পলাইন শুরু হয়েছে ?
a) মুম্বাই
b) নয়াদিল্লি
c) বেঙ্গালুরু
d) কোনটিই নই
উত্তর- c) বেঙ্গালুরু
কর্ণাটকের রাজস্ব মন্ত্রী আর অশোক এবং বেঙ্গালুরু দক্ষিণের সংসদ তেজস্বী সূর্য আজ বেঙ্গালুরুতে একটি কোভিড -১৯ হোম ডেলিভারি হেল্পলাইন চালু করলেন। এই হেল্পলাইনটি পদ্মনাবা নাগারা, বাসভানগুড়ি, চিকপেট এবং জয়নগড়া অঞ্চলে বসবাসকারীদের জন্য উপলব্ধ। লোকেরা এই হেল্পলাইনটি ব্যবহার করে মুদি, ওষুধ, ফল এবং শাকসব্জির মতো প্রয়োজনীয় পণ্যগুলি অর্ডার করতে পারে।
৬) সম্প্রতি কোন দেশের প্রাক্তন গোলরক্ষক পিটার বোনেটি মারা গেছেন ?
a) জাপান
b) ইংল্যান্ড
c) অস্ট্রেলিয়া
d) কোনটিই নই
উত্তর- b) ইংল্যান্ড
প্রাক্তন চেলসি এবং ইংল্যান্ডের গোলরক্ষক পিটার বোনেটি সম্প্রতি প্রয়াত হয়েছেন, মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর ।
৭) সম্প্রতি স্যানিটাইজার টানেল স্থাপনকারী প্রথম রেলস্টেশন হয়ে উঠেছে?
a) আমেদাবাদ
b) গোরখপুর
c) বারাণসী
d) কোনটিই নই
উত্তর-a) আমেদাবাদ
আহমেদাবাদ রেলওয়ে স্টেশন ওয়াক থ্রু মাস স্যানিটাইজাইং টানেল ইনস্টল করার জন্য ভারতীয় রেলের প্রথম স্টেশন হয়ে উঠেছে
৮) সম্প্রতি টিম ব্রুক টেলর মারা গেছেন, তিনি কে ছিলেন?
a) কমেডিয়ান
b) লেখক
c) ক্রিকেটার
d) কোনটিই নইউত্তর- a) কমেডিয়ান
ব্রিটিশ অভিনেতা এবং কৌতুক অভিনেতা টিম ব্রুক-টেইলর, জনপ্রিয় বিবিসি সিরিজ "দ্য গুডিজ"-এর তারকা, ৭৯ বছর বয়সে সম্প্রতি মারা গেছেন।
৯) সম্প্রতি মহাবলেশ্বর এমএস কে কোন ব্যাংকের নতুন MD ও CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে ?
a) জন স্মল ফিনান্স ব্যাংক
b) ধনলক্ষ্মী ব্যাংক
c) কর্ণাটক ব্যাংক
d) কোনটিই নই
উত্তর-c) কর্ণাটক ব্যাংক
কর্ণাটক ব্যাংকের বোর্ড আরও তিন বছরের জন্য মহাবলেশ্বর এমএস কে তার এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পুনরায় নিযুক্ত করেছে।
১০) সম্প্রতি কোন রাজ্যের উদ্যানতত্ত্ব বিভাগ হেল্পলাইন নম্বর চালু করেছে?
a) হিমাচল প্রদেশ
b) জম্মু ও কাশ্মীর
c) অরুনাচল প্রদেশ
d) কোনটিই নই
উত্তর- b) জম্মু ও কাশ্মীর
কাশ্মীরের উদ্যানতত্ত্ব বিভাগ হেল্পলাইন নম্বর চালু করেছে যেখানে কোভিড -১৯ লকডাউন চলাকালীন উদ্যানতামূলক কার্যক্রম সম্পর্কিত দিকনির্দেশনা দেওয়ার জন্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১) কোন রাজ্য সরকার সম্প্রতি দরিদ্রদের সহায়তা করার জন্য ফুড ব্যাংক উদ্যোগ চালু করেছে?
a) মণিপুর
b) কেরল
c) ওড়িশা
d) কোনটিই নই
উত্তর- a) মণিপুর
2020 সালের 12 এপ্রিল, মণিপুর রাজ্য সরকারের ইম্ফাল পূর্ব জেলা প্রশাসন দরিদ্র জনগণকে বিনামূল্যে খাদ্য সরবরাহের লক্ষ্যে' Help End Hunger Today 'থিমের ভিত্তিতে একটি নতুন উদ্যোগ "ফুড ব্যাংক" চালু করেছে ।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 👇👇👇👇👇
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন