WB পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র: PDF ডাউনলোড করুন
WB পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি অনুশীলন করতে হবে। পরীক্ষার সময়কাল ১ ঘন্টা, প্রিলিমিনারিতে মোট ১০০টি এবং মেইনসে ৮৫টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর নম্বর থাকে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেতিবাচক নম্বর থাকে।
* বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী?
(A) ট্রপোস্ফিয়ার
(B) আয়নোস্ফিয়ার
(C) স্ট্র্যাটোস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার
* শূন্যস্থান পূরণ করুন:
M, E, N, I, P, O,
(A) Q, I
(B) Q, O
(C) P, A
(D) S, W
* একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ (Remainder) থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
(A) 3
(B) 7
(C) 1
(D) 5
* মিজোরামের রাজধানীর নাম কী?
(A) ইম্ফল
(B) ডিমাপুর
(C) আইজল
(D) কোহিমা
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (WBMSC) মাধ্যমে ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক পদে নিয়োগ, আবেদন করুন
* A হল C-এর বাবা এবং D হল B-এর পুত্র। E হল A-এর ভাই। C হল D-এর বোন। B, E-এর কে হয়?
(A) স্বামী
(B) ভ্রাতৃবধূ
(C) শ্যালিকা
(D) কন্যা
* দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়?
(A) ফ্যারেনজাইটিস
(B) কলেরা
(C) ব্রঙ্কাইটিস
(D) মেনিনজাইটিস
* স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 30 কিমি/ঘণ্টা হলে, নদীর স্রোতের বেগ কত কিমি/ঘণ্টা?
(A) 14
(B) 18
(C) 16
(D) 12
* এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করল। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রয় করত, তবে 18% লাভ হত। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত টাকা হবে?
(A) 25,000
(B) 21,000
(C) 23,000
(D) 24,000
* নবাব ওয়াজিদ আলি শাহ কোন স্থানের নবাব ছিলেন?
(A) লক্ষ্ণৌ
(B) দিল্লি
(C) অযোধ্যা
(D) কানপুর
* 'সোমপ্রকাশ' পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
(A) রাজা রামমোহন রায়
(B) মাইকেল মধুসূদন দত্ত
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
* 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হল।
(A) 9, 10
(B) 7, 8
(C) 5, 6
(D) 11, 12
* 'গীতগোবিন্দ' কে রচনা করেন?
(A) বল্লাল সেন
(B) তানসেন
(C) লক্ষ্মণ সেন
(D) জয়দেব
* সোনার রাসায়নিক চিহ্ন কী?
(A) G
(B) Au
(C) Gd
(D) Ag
* কোনো সাংকেতিক ভাষায় MYSORE-কে SYMERO লেখা হলে, ওই ভাষায় MUMBAI-কে কী লেখা হবে?
(A) MUMIAB
(B) MUIAUM
(C) IABMUM
(D) MIAMUB
* একটি ভাগ অঙ্কে ভাগফল (Quotient), ভাগশেষের (Remainder) 5 গুণ এবং ভাজক (Divisor) ভাগশেষের 9 গুণ। ভাজক 135 হলে, ভাজ্য (dividend) কত?
(A) 10140
(B) 12125
(C) 10125
(D) 12140
* 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। রামের স্থান ওপরের দিক থেকে 17 তম। যদি রামের আগে 9 জন বালিকা থাকে, তবে রামের পরে কতজন বালক আছে?
(A) 15
(B) 18
(C) 12
(D) 10
* স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন?
(A) আকবর
(B) ঔরঙ্গজেব
(C) জাহাঙ্গির
(D) শাহজাহান
* সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মহম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন?
(A) 22
(B) 25
(C) 23
(D) 24
* কলোসিয়াম: রোম:: বেথেলহেম:?
(A) কম্বোডিয়া
(B) প্যালেস্তাইন
(C) কাজাখাস্তান
(D) ভ্যাটিকান
* বর্ণ শ্রেণিটি দেখে উত্তর দিন
PCPAPPACPAQCPPACPQRCPPACPACPACRPP
উপরের শ্রেণিটিতে কতগুলি C আছে, যাদের ঠিক আগে A নেই কিন্তু পরে P আছে?
(A) 3
(B) 6
(C) 4
(D) 5
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে (WBPDCL) সহকারী ব্যবস্থাপক, টেকনিশিয়ান পদে নিয়োগ, আবেদন করুন
* শূন্যস্থান পূরণ করুন:
EL27, CG19, AC13, YZ9, ____
(A) WX7
(B) PQ15
(C) AB7
(D) AX13
* সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়ঃসীমা কত বছর?
(A) 60
(B) 70
(C) 62
(D) 65
* C.G.S. পদ্ধতিতে তাপের একক কী?
(A) জুল
(B) ফারেনহাইট
(C) ক্যালোরি
(D) সেলসিয়াস
* Fill in the blank with the appropriate preposition:
The acrid smell is offensive ____ me.
(A) to
(B) by
(C) with
(D) for
* কোনো ব্যবসায় 7000 টাকা মোট মূলধনের মধ্যে রাম, শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম, যদুর থেকে, 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে, রাম কত টাকা লভ্যাংশ পাবেন?
(A) 1300
(B) 2100
(C) 1200
(D) 1000
* এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘণ্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ \frac{3}{5} অংশ সময়ে অতিক্রম করে থাকলে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি/ঘণ্টা ছিল?
(A) 15
(B) 6.5
(C) 7.5
(D) 10
* A, B, C, D, E, F ও G সাতজন পূর্বদিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে। C, D-এর ঠিক ডানদিকে আছে। B যে কোনো একটি প্রান্তে বসে আছে এবং E ঠিক তার পাশেই বসে আছে। G, E ও F-এর ঠিক মাঝখানে বসে আছে। D দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে। বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে?
(A) A
(B) F
(C) C
(D) E
WBP Lady Constable 2020 Exam Question & Answer এখুনি Download করুন
* পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
(A) 17
(B) 20
(C) 18
(D) 19
* প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজান:
* বর্ণ (Letter)
* অনুচ্ছেদ (Paragraph)
* বাক্য (Sentence)
* রচনা (Essay)
* শব্দ (Word)
(A) 1, 5, 3, 2, 4
(B) 5, 1, 3, 2, 4
(C) 1, 3, 5, 2, 4
(D) 1, 5, 3, 4, 2
* Fill in the blank with the appropriate word:
Suddenly a ____ of wolves attacked the farmer.
(A) pack
(B) colony
(C) herd
(D) flock
* একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে, এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
(A) 1200
(B) 2000
(C) 1500
(D) 1800
* একটা বর্গাকার ভূমিবিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গসেমি। বাক্সটির উচ্চতা 10 সেমি হলে, তার ভেতর প্রতি বর্গসেমিতে 10 টাকা হিসাবে রুপার পাত বসাতে কত টাকা খরচ হবে?
(A) 8240
(B) 6940
(C) 7280
(D) 7680
* বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
(A) ব্যারোমিটার
(B) হাইগ্রোমিটার
(C) থার্মোমিটার
(D) হাইড্রোমিটার
* এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, "তিনি হলেন- আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই"। ভদ্রলোক রঞ্জনের কে হন?
(A) ভাই
(B) কাকা
(C) ভাইপো
(D) মামা
* 'সীমান্ত গান্ধী' নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন?
(A) সৈয়দ আহমেদ খান
(B) দাদাভাই নওরোজী
(C) খান আবদুল গফ্ফর খান
(D) মহম্মদ ইকবাল
* রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ডানদিকে ঘুরে আরও 60 মিটার গেল। সেখান থেকে বামদিকে ঘুরে আরও 50 মিটার যাওয়ার পর, আবার পরপর দুবার বামদিকে ঘুরে যথাক্রমে 80 মিটার ও 30 মিটার গেল। তারপর আবার বামদিকে ঘুরে চলতে শুরু করল। এখন রামের অভিমুখ কোন দিকে?
(A) পূর্ব
(B) দক্ষিণ
(C) পশ্চিম
(D) উত্তর
* A, B ও C বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করল। A, B ও C যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড ও 198 সেকেন্ডে এক পাক (one lap) ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে?
(A) 46 মিনিট 12 সেকেন্ড
(B) 26 মিনিট 18 সেকেন্ড
(C) 45 মিনিট
(D) 42 মিনিট 36 সেকেন্ড
* কোনো নিয়ম অনুযায়ী SISTER-এর সংকেত omoxra, BROTHER-এর সংকেত wasxpra এবং MANY-এর সংকেত bnlq হলে, ওই ভাষায় MONITOR-এর সংকেত কী হবে?
(A) bslmxsa
(B) bpsmxas
(C) psmbsxa
(D) bsqmxsa
* Fill in the blank with the appropriate word:
Do not keep him in ____ dark.
(A) side
(B) out
(C) the
(D) a
* কান্ডালা সমুদ্রবন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
(A) মহারাষ্ট্র
(B) তামিলনাড়ু
(C) গুজরাট
(D) কর্ণাটক
* Fill in the blank with the appropriate preposition:
He is absorbed ____ studies.
(A) to
(B) by
(C) with
(D) in
* এক ব্যক্তি 18 কিমি/ঘণ্টা বেগে ঘোড়ায় চড়ে। প্রতি 7 কিমি পরপর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে?
(A) 6 ঘণ্টা
(B) 6 ঘণ্টা 24 মিনিট
(C) 6 ঘণ্টা 12 মিনিট
(D) 6 ঘণ্টা 18 মিনিট
* এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়। তার মোট লাভের শতকরা হার কত?
(A) 15
(B) 25
(C) 20
(D) 21
* ____ সর্বাধিক শক্তি বহনকারী অণু (Energy Currency) বলা হয়।
(A) NADP
(B) NDP
(C) ADP
(D) ATP
* রঞ্জন: স্মিত হাস্য:: -
(A) রোদন: শিশু
(B) কান্না: আনন্দ
(C) দৌড়ানো: স্থির
(D) হাসা: বিষন্ন
* দুটি ভু-ত্বকীয় পাতের সংঘর্ষের ফলে কী সৃষ্টি হয়?
(A) আগ্নেয়গিরি
(B) ভূমিকম্প
(C) চ্যুতি (Fault Block)
(D) পর্বত
* ধীর গতিতে প্রবাহিত স্রোতকে কী বলা হয়?
(A) হিমবাহ
(B) মরুভূমি
(C) শৈলশিরা
(D) বীচ
* Fill in the blank with the appropriate word:
A ____ of sheep were feeding in the meadow.
(A) pack
(B) colony
(C) herd
(D) flock
* Fill in the blank with the appropriate preposition:
Get rid ____ bad company.
(A) to
(B) on
(C) for
(D) of
✅বিগত বছরের প্রশ্নপত্র ডাউনলোড করুন: Click Here
WBMSC Recruitment 2025 : WBMSC মাধ্যমে ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক পদে নিয়োগ, আবেদন করুন
WBP Lady Constable 2020 Exam Question & Answer এখুনি Download করুন
ই শ্রম কার্ড থাকলে পাবেন মসিক ৩০০০ টাকা : Eshram Card Benifits 2025
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন