Hot Posts

আগস্ট ০১, ২০২৫

বেকারদের জন্য ফ্রী মাসিক ভাতা দিচ্ছে মমতা সরকার



অষ্টম পাশে আবেদন করুন বেকারদের জন্য ফ্রী মাসিক ভাতা দিচ্ছে  সরকার, -WB Yuvashree Prakalpo 2025 

'যুবশ্রী' প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগ কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ থেকে চালু করা হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত চাকরিপ্রার্থীদের বেকারত্ব সহায়তা প্রদান করা যাতে তারা তাদের দক্ষতার স্তর উন্নত করতে পারে এবং তাদের কর্মসংস্থানের যোগ্য করে তুলতে পারে অথবা স্ব-কর্মসংস্থান উদ্যোগ স্থাপনের জন্য উপযুক্ত করে তুলতে পারে।


  1. যোগ্যতার মানদণ্ড নিম্নরূপ: অবশ্যই বেকার হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  2. 'চাকরিপ্রার্থী' হিসেবে কর্মসংস্থান ব্যাংকে নথিভুক্ত হতে হবে।
  3. শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ এবং তার উপরে হতে হবে।
  4. যে বছরের ১লা এপ্রিল এই প্রকল্পের আওতায় বিবেচনা করা হবে, সেই বছরের ১লা এপ্রিল তারিখে তার বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।
  5. তিনি কোনও রাজ্য/কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় স্ব-কর্মসংস্থান প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা [ঋণ] গ্রহণ করেননি।
  6. এই প্রকল্পের আওতায় পরিবারের কেবলমাত্র একজন সদস্যই সহায়তা পাওয়ার যোগ্য।

 

মাসিক ভাতা₹১,৫০০
শিক্ষাগত যোগ্যতান্যূনতম অষ্টম শ্রেণি পাস
ন্যূনতম বয়স১৮ বছর
আবশ্যক নথিপত্রআধার কার্ড, ভোটার কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট, ব্যাংক পাসবুক
আবেদন পদ্ধতিঅনলাইন

 

✅আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট দেখুনemploymentbankwb.gov.in দেখুন

 

আজ থেকে UPI নিয়মে বড়ো পরিবর্তন হলো: জেনে নিন : New UPI Rules from Today August 1


সুকন্যা সমৃদ্ধি যোজনা কি (SSY) বিস্তারিত জেনে নিন 

 

বর্তমানে একাধিক চাকরির সুযোগ, আবেদন চলছে:

 BSF Recruitment 2025 – Apply Online : BSF এ 241 টি  শূন্যপদে Constable নিয়োগ

ESIC Recruitment 2025 : ESIC তে ৩৪৩ শূন্যপদে কর্মী নিয়োগ


আধার সেবা কেন্দ্রে নিয়োগ ২০২৫ – ২০৩টি আধার সুপারভাইজার/অপারেটর পদের জন্য অনলাইনে আবেদন করুন


কমিউনিটি ডেভেলপমেন্ট অফিস নাদিয়া নিয়োগ ২০২৫ – ৯টি আশা কর্মী পদের জন্য অফলাইনে আবেদন করুন

ঝাড়গ্রাম জেলায় ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার নিয়োগ : DMMU Jhargram Recruitment 2025


Oil India Recruitment 2025 : মাধ্যমিক পাসে ওয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন