Hot Posts

জুলাই ১৯, ২০২৪

Swami Vivekananda Scholarship 2024 Eligibility : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ


'স্বামী বিবেকানন্দ স্কলারশিপ' ২০২৪: (Swami Vivekananda Merit Cum Means Scholarship 2024) পশ্চিমবঙ্গ সরকার আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য বিশেষ একটি বৃত্তির (Scholarship) ব্যবস্থা করেছে । যার নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কোনও মেধাবী পড়ুয়ার শিক্ষালাভে যাতে অর্থনৈতিক অবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেইজন্যই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছে । যে সব পড়ুয়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসেন এবং যাঁরা উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

☑️স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী?

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা চালু করে পশ্চিমবঙ্গ সরকার। ওই প্রকল্পটির মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের নির্দিষ্ট পরিমাণ অর্থ স্কলারশিপ দেওয়া হয়। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিম ২০২৪-২০২৫।

☑️এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?

মেধাবী এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

  1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র ছাত্রীদের ৬০% নম্বর পেতে হবে। ৬০% নম্বর না পেলে এই SVMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
  3. পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় এর মধ্যে পড়াশোনা করতে হবে।
  4. ছাত্র বা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২,৫০,০০০ লক্ষ টাকার কম হতে হবে।


✔স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়?

যেহেতু উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপ দেওয়া হয় তাই দশম শ্রেণির পর থেকে এই স্কলারশিপ পাবেন পড়ুয়ারা। এবং বিভিন্ন স্তরের জন্য অর্থের পরিমাণও বিভিন্ন। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল:





✔️আবেদন করার পদ্ধতি ও কী কী ডকুমেন্টের প্রয়োজন জেনে নাও?


এই স্কলারশিপে ছাত্র ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় যে যে তথ্য লাগবে নিচে দেওয়া হল:

  1. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ সর্বশেষ বোর্ড, কলেজ, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মার্কশিট।
  2. পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate) গ্রামীণ এলাকার ক্ষেত্রে জয়েন্ট বিডিও/বিডিও, মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ডেপুটি কমিশনার / গ্রুপ-এ গেজেটেড অফিসার দ্বারা প্রদত্ত হতে হবে।
  3. বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড।
  4. ব্যাঙ্ক আ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড সহ ব্যাঙ্কের পাশ বইয়ের স্ক্যান কপি।



☑️ কিভাবে আবেদন করবেন?


👉 www.svmcm.wbhed.gov.in - এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
 

☑️APPLY ONLINE: Click Here

 

  • 💥লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক করুন- Click Here
  • ☑️লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড করুন- Click Here
  • 💥লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে SC/ST Certificate সংযুক্ত করার আবেদন পত্র ডাউনলোড করুন- Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন