Hot Posts

জানুয়ারী ০৯, ২০২৪

পশ্চিমবঙ্গে চালু হলো নতুন যোগ্যশ্রী প্রকল্প | Joggoshree Prakalpa Scheme Details



'যোগ্যশ্রী' প্রকল্প ২০২৪ : পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ই জানুয়ারি ২০২৪ নতুন বছরে তফশিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের জন্য নতুন যোগ্যশ্রী প্রকল্প চালু করলেন। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা এই প্রকল্প পরিচালিত হবে ।

️যোগ্যশ্রী প্রকল্প কি?

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে JEE, NEET ও WBJEE-র পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পটি গত দু'বছর ধরে চালু রয়েছে। রাজ্যজুড়ে বছরে ৩৬টি সেন্টারে ১৪৪০ জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে।


  • গত দু'বছরে ২৮৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে। ৮ জন আইআইটি-তে, ১৪ জন NIT-তে, আইআইআইটিতে ৫ জন ও ৩৪ জন এমবিবিএস বা বিডিএস-এ ভর্তি হয়েছে।
  • এই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করছে এবং প্রশিক্ষণের সময় ১৯৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩২০ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে।
  • এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সাল থেকে ৫০-টি কেন্দ্রে ২০০০ তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে।

☑️ কিভাবে আবেদন করবেন?

👉আবেদন প্রক্রিয়া অনলাইন শুরু হয়ে গেছে।

👉 www.wbbcdev.gov.in - এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 



☑️কোন কোন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, জেনে নিন: 

  • ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে Group- B, C, এবং D পদে নিয়োগের জন্য প্রাক-পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান করা হবে।
  •  ৩০০ ঘণ্টার এবং ৬ মাসব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেনি কল্যাণ বিভাগ।
    প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে তিনদিন ক্লাসের সুব্যবস্থা
    প্রতিটি জেলায় ২টি করে সেন্টার গঠন।
  • প্রথম বছর (২০২৩-২০২৪) ২৩টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দু'টি করে মোট ৪৬টি সেন্টারে মোট ২৩০০ জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন।

  • 💥লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক করুন- Click Here
  • ☑️লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড করুন- Click Here
  • 💥লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে SC/ST Certificate সংযুক্ত করার আবেদন পত্র ডাউনলোড করুন- Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন